সেখ সেলিম হোসেন : দীর্ঘ প্রায় এক যুগ পরে যশোরের বেনাপোল পৌরসভার নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে আজ সোমবার (১৭ জুলাই)। ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত টানা ভোট করবে নির্বাচন কমিশন (ইসি)।

বেনাপোল পৌরসভার নির্বাচনের ভোটগ্রহণ উপলক্ষে ইতোমধ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। মাঠে মোতায়েন করা হয়েছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের। কেন্দ্র পাহারায় মোতায়েন করা হয়েছে ১৬ থেকে ১৭ জনের ফোর্স। মাঠে নির্বাচনী আচরণ প্রতিপালনে নিয়োজিত করা হয়েছে নির্বাহী ও বিচারিক ম্যাজিস্ট্রেট। এছাড়া রয়েছে ইসির নিজস্ব পর্যবেক্ষক টিমও। নির্বাচন ভবনে মনিটরিং সেল গঠন করা হয়েছে। প্রতিটি ভোটকেন্দ্রে স্থাপিত সিসি ক্যামেরায় ভোটগ্রহণ পর্যবেক্ষণ করবেন নির্বাচন কমিশনাররাও।

দেশের দ্বিতীয় বৃহত্তম স্থলবন্দর এই পৌরসভার অধীনে। যার কারনে সব ছাপিয়ে দেশবাসীর আগ্রহের তালিকায় সবার উপরে বেনাপোল পৌর নির্বাচন।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বেনাপোল পৌর নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী আলহাজ্ব নাসির উদ্দিন, বিএনপি থেকে বহিস্কৃত নেতা স্বতন্ত্র হিসেবে মোবাইল প্রতীকের প্রার্থী আলহাজ্ব মফিজুর রহমান সজন, মুক্তিযোদ্ধা সন্তান জগ প্রতীকের প্রার্থী ফারুক হোসেন উজ্জ্বল তার প্রার্থীতা প্রত্যাহার পুর্বক ইতিমধ্যে আ’লীগের দলীয় প্রার্থী আলহাজ্ব নাসির উদ্দিনকে সমর্থন দিয়েছেন ।

কাউন্সিলর পদে ভোটের মাঠে রয়েছেন ৬২ জন প্রার্থী। সাধারণ কাউন্সিলর পদপ্রার্থী ৪৭ জন ও সংরক্ষিত কাউন্সিলর পদপ্রার্থী ১৫ জন। নির্বাচনে ৩০ হাজার ৩৮৫ জন ভোটার ভোট দেওয়ার সুযোগ পাচ্ছেন। মোট ১২টি কেন্দ্রের ৯৫টি ভোটকক্ষে ভোটগ্রহণ করা হবে। এ নির্বাচনী এলাকায় ৯ জন নির্বাহী ও বিচারিক ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করছেন। তারা নির্বাচনী আচরণবিধি প্রতিপালন ও বিভিন্ন অপরাধের সংক্ষিপ্ত বিচারকাজ সম্পন্ন করবেন।

ভোটের পরিবেশ শান্তিপূর্ণ রাখতে মোতায়েন করা হয়েছে বিজিবি, র্যাবের টিম, পুলিশ-এপিবিএন-ব্যাটালিয়ান আনসার। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এবং নির্বাহী ও বিচারিক ম্যাজিস্ট্রেটরা ভোটের দুই দিন পর পর্যন্ত দায়িত্ব পালন করবেন।

অন্যদিকে নির্বাচন উপলক্ষে ৭২ ঘণ্টার নিষিদ্ধ করা হয়েছে মোটরসাইকেল। এছাড়া ভোটের দিন সীমিত থাকবে যন্ত্রচালিত যান চলাচল। নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে সব ধরনের মিছিলের ওপরও। সবার ভোট দেওয়ার সুবিধার্থে ভোটের এলাকায় ঘোষণা করা হয়েছে সাধারণ ছুটি।