বিশেষ প্রতিনিধি : আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে সৃষ্ট রাজনৈতিক সংকট সমাধানে সংলাপকে সমর্থন করে যুক্তরাষ্ট্র। দেশটির আন্ডার সেক্রেটারি উজরা জেয়া ঢাকা সফরের সময় তা পরিষ্কার করে বলেছেন। দেশের নাগরিক সমাজও আলাপ–আলোচনা বা সংলাপের মাধ্যমে সমাধানের তাগিদ দিচ্ছে।

ক্ষমতাসীন আওয়ামী লীগ ও বিরোধী দল বিএনপিও সংলাপের পথ একেবারে বন্ধ তা বলছে না। তবে সংলাপের উদ্যোগ বা দায়িত্ব কে নেবে—এ বিষয়ে দুই দলই জানা ও বোঝার চেষ্টা করছে। যদিও এ ব্যাপারে প্রকাশ্যে কিছু বলছে না বিএনপি ও আওয়ামী লীগ। এ ছাড়া সংলাপ প্রশ্নে তারা নিজ নিজ দলে এখনো আলোচনা শুরু করেনি বলেও দল দুটির নেতারা বলছেন।

যুক্তরাষ্ট্রের আন্ডার সেক্রেটারি উজরা জেয়ার নেতৃত্বে প্রতিনিধিদল ঢাকা সফরের শেষ দিনে গত বৃহস্পতিবার দফায় দফায় একাধিক মন্ত্রী, প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন। এসব বৈঠকে থাকা একজন নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, যুক্তরাষ্ট্র অবাধ ও সুষ্ঠু নির্বাচনের বিষয়টি গভীরভাবে পর্যবেক্ষণ করবে, এই বার্তা তাদের দেওয়া হয়েছে।