খুলনা বিভাগ, জেলার খবর, যশোর | তারিখঃ জুলাই ৫, ২০২৩ | নিউজ টি পড়া হয়েছেঃ 5598 বার
সাঈদ ইবনে হানিফ, বাঘারপাড়া ঃ যশোরের বাঘারপাড়া উপজেলার ঘুনী-ঘোষনগর বাজার সংলগ্ন ভৈরব নদী থেকে ধরা একটি বেলে মাছ বিক্রি হয়েছে এক হাজার টাকা।
২৮ জুন বিকেলে বাগডাঙ্গা গ্রামের জেলে সুমন বিশ্বাসের জালে ওই মাছটি ধরা পড়ে। বিকেলেই মাছটি স্থানীয় বাজারে নিয়ে আসলে লোকজন তা দেখার জন্য ভীড় করে। অনেক বলেছেন, এতবড় বেলে মাছ তারা আগে কখনও দেখেনি । প্রায় ১-কেজি ওজনের এই বেলে মাছ টি ১২শ, দাম চাওয়া হলে এক হাজার টাকায় ক্রয় করেন একই গ্রামের আজানুর মোল্লা ।
উল্লেখ্য ভৈরব নদ খননের পর মাছ ধরে জীবিকা নির্বাহ করা স্থানীয় জেলেদের জালে প্রায়ই নতুন নতুন জাতের বড় মাছ ধরা পড়ে ।