খুলনা বিভাগ, জেলার খবর, যশোর | তারিখঃ জুলাই ৩, ২০২৩ | নিউজ টি পড়া হয়েছেঃ 6683 বার
মাস্টার আক্তারুজ্জামান, ডিহি (শার্শা) প্রতিনিধি : যশোরের শার্শার নিজামপুর ইউনিয়নের সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার ও ইউপি সদস্য গোড়পাড়া গ্রামের বীরমুক্তিযোদ্ধা হাইমুদ্দিন খান (৮০) গতকাল সকাল সাড়ে ৭ টার দিকে নিজ বাসায় ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তিনি দুই ছেলে ও তিন মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী ও আত্মীয়-স্বজন রেখে গেছেন।
এদিকে মরহুম বীরমুক্তিযোদ্ধার মৃত্যুর সংবাদ শুনে উপজেলা নেতৃবৃন্দকে সাথে নিয়ে তার নিজ বাড়ি গোড়পাড়াতে ছুটে যান শার্শার সংসদ সদস্য আলহাজ্ব শেখ আফিল উদ্দিন ।
এ সময় মরহুম এই বীরমুক্তিযোদ্ধার কফিনের পাশে সংসদ সদস্য নিরবে কিছু সময় দাঁড়িয়ে থাকেন। পরে জাতির এই বীর সন্তানের মৃত্যুতে গভীর শোক ও দূঃখ্য প্রকাশ করেন। সেই সাথে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপনসহ তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।
মরহুমের বড় ছেলে নিজামপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি আলাউদ্দিন খান জানান, তিনি দীর্ঘদিন ধরে দূরারোগ্য ব্যধি ক্যান্সারে আক্রান্ত সহ বার্ধক্যজনিত শারীরিক নানা জটিলতা নিয়ে চিকিৎসাধিন অবস্থায় হাসপাতাল ও নিজ বাড়িতে শয্যাশায়ী ছিলেন। সোমবার সকাল সাড়ে ৭ টার দিকে তিনি নিজ বাড়িতে মৃত্যু বরণ করেন। এদিন যোহর নামাজ বাদ গোড়পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন ঈদগাহ মাঠে মরহুম এই বীরমুক্তিযোদ্ধারকে মরণোত্তর রাষ্ট্রীয় সম্মান গার্ড অফ অনার প্রদান ও জানাজা নামাজ শেষে পারিবারিক কবর স্থানে মরদেহ দাফন করা হয়।
জেলা পুলিশ লাইনের এএসআই শরিফের কমান্ডিংয়ে একদল সুসজ্জিত অনারি দলের উপস্থিতিতে মরহুমের কফিন জাতীয় পতাকায় ঢেকে রাষ্ট্রীয় সম্মান গার্ড অফ অনার প্রদান ও তার আত্মার শান্তি কামনা করে এক মিনিট নিরবতা পালন করেন উপজেলা নির্বাহী অফিসার নারায়ণ চন্দ্র পাল, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মোজাফফর হোসেন ও থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি এসএম আকিকুল ইসলাম।
এ সময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক গোলাম মোস্তফা, যুবলীগের সাধারণ সম্পাদক সাবেক ইউপি চেয়ারম্যান সোহরাব হোসেন, স্বেচ্ছাসেবকলীগের যুগ্ন আহবায়ক হাজী বাবলুর রহমান, নিজামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সেলিম রেজা বিপুল ও আবুল কালাম আজাদ, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুল ওহাব, সাধারণ সম্পাদক নাসির উদ্দিন, সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম, শার্শা সদর ইউনিয়নের চেয়ারম্যান কবির উদ্দিন আহম্মদ তোতা, ডিহি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আসাদুজ্জামান মুকুল সহ উপজেলা ও বিভিন্ন ইউনিয়নের আওয়ামীলীগ ও এর অঙ্গ সংগঠন এবং স্থানীয় বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, বীরমুক্তিযোদ্ধাগণ, সাংবাদিক, সূধীজন, জনপ্রতিনিধি মেম্বরগণ ও এলাকাবাসী।