নিজস্ব প্রতিবেদক : জেলা গোয়েন্দা শাখা (ডিবি) যশোরের পৃথক ২টি অভিযান চালিয়ে ২৯ কেজি গাঁজা সহ ছদর আলী (৩৫) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে।

শনিবার (১৩ মে) দুপুর পর্যন্ত পৃথক দুটি অভিযানে তাকে গ্রেফতার করা সহ গাঁজা উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত ছদর আলী বেনাপোল পোর্ট থানার রঘুনাথপুর (পূর্বপাড়া) গ্রামের মুছা মল্লিকের ছেলে।

ডিবি জানায়, মাদক বেচাকেনার গোপন খবরে, ডিবি যশোরের এসআই সোলায়মান আক্কাস, এএসআই শফিউর রহমান ও ফোর্সের সমন্বয়ে একটা চৌকস টিম বেনাপোল থানার সাদিপুর গ্রামস্থ জনৈক রেজোয়ান মিস্ত্রি এর সাইকেল গ্যারেজের সামনে সাদিপুর টু রঘুনাথপুর পাঁকা রাস্তার উপর হইতে অভিযান চালিয়ে ৩ কেজি গাঁজা সহ তাকে গ্রেফতার করে।

উদ্ধারকৃত আলামতের মূল্য ১,৮০,০০০/= (এক লক্ষ আশি হাজার) টাকা।

এ সংক্রান্তে এসআই সোলায়মান আক্কাস বাদী হয়ে বেনাপোল থানায় এজাহার দায়ের করেছেন।

অপরদিকে, ডিবি যশোরের এসআই সাদ্দাম হোসেন, এএসআই শফিউল ইসলাম ও ফোর্সের সমন্বয়ে একটা চৌকস টিম শার্শা থানার বাহাদুরপুর টু শিকারপুর গামী পাকা রাস্তার পাশে দূর্গাপুর গ্রামস্থ জনৈক রফিকুল ইসলামের বসতবাড়ির দক্ষিন পাশ্বে জনৈক কাংলা সরদারের আবাদি জমি হইতে অজ্ঞাতনামা ৪/৫ জন আসামীদের ফেলে যাওয়া ২৬ কেজি গাঁজা উদ্ধার করে।

উদ্ধারকৃত আলামতের মূল্য ১৫,৬০,০০০/= (পনের লক্ষ ষাট হাজার) টাকা।

এ সংক্রান্তে এসআই সাদ্দাম হোসেন বাদী হয়ে শার্শা থানায় এজাহার দায়ের করেছেন বলে জানান ডিবির ওসি রুপন।