খুলনা বিভাগ, জেলার খবর, যশোর | তারিখঃ মে ১১, ২০২৩ | নিউজ টি পড়া হয়েছেঃ 3793 বার
স্টাফ রিপোর্টার : যশোরের ঝিকরগাছায় অভিযান হাতের লেখা প্রশিক্ষণ কেন্দ্রের আয়োজনে বীর মুক্তিযোদ্ধা আকবার আলী স্মৃতি শিক্ষা বৃত্তি-২০২২ এর খুদে ৭জন শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হয়েছে।
বুধবার (১০ মে) বিকালে ঝিকরগাছা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণি কক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার সেহেলী ফেরদৌস। অভিযান হাতের লেখা প্রশিক্ষণ কেন্দ্রের পরিচালক মোঃ আশরাফুল আলমের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী শিক্ষা অফিসার রেহানা বানু, যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আনিসুল কাদির ইলিয়াস, বীর মুক্তিযোদ্ধা দীনেস চন্দ্র মিস্ত্রী, বীর মুক্তিযোদ্ধা আকবার আলীর সন্তান ও বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ ঝিকরগাছা পৌর শাখার সভাপতি আনিসুজ্জামান সবুজ, ঝিকরগাছা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাধান শিক্ষক স্বপ্না রানী বিশ্বাস সহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।