এসএম স্বপন: যশোরের শার্শা সীমান্ত থেকে ৯ পিচ (২ কেজি ৩০০ গ্রাম ওজনের) স্বর্ণের বারসহ দুই পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।

বুধবার (১০ মে) দুপুরে উপজেলার পাঁচভুলাট সীমান্ত এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।

আটককৃতরা হলো, বেনাপোল পোর্ট থানার দৌলতপুর গ্রামের নওশের আলীর ছেলে বাবলুর রহমান (৩৬) ও
নওগাঁ জেলার মহাদেবপুর থানার রামচন্দ্রপুর গ্রামের ইসমাইল হোসেনের ছেলে আমজাদ হোসেন (৩৪)।

বিজিবি জানায়, শার্শার পাঁচভুলাট সীমান্ত দিয়ে ভারতে স্বর্ণের একটি চালান পাচার হবে। এমন গোপন খবরে, বিজিবি ওই এলাকায় নজরদারি বাড়ায়। এসময় ওই এলাকায় আসা একটি প্রাইভেটকার থেকে বিজিবির উপস্থিতি টের পেয়ে সন্দেহভাজন দুই পাচারকারী পালিয়ে যাবার চেষ্টা করে। পরে, বিজিবি সদস্যরা ধাওয়া করে তাদের করে। এবং তাদের শরীর তল্লাশি করে অভিনব কায়দায় লুকায়িত ৯ পিচ (২ কেজি ৩০০ গ্রাম) স্বর্ণের বার উদ্ধার করে।

খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল তানভীর রহমান পিএসসি জানান, পাচারকারীদের শার্শা থানায় হস্তান্তর এবং উদ্ধারকৃত স্বর্ণ সরকারী কোষাগারে জমা করা হবে।