খুলনা বিভাগ, জেলার খবর, যশোর | তারিখঃ মে ৪, ২০২৩ | নিউজ টি পড়া হয়েছেঃ 1657 বার
সাঈদ ইবনে হানিফ, বাঘারপাড়া (যশোর): যশোরের বাঘারপাড়া উপজেলার ভিটাবল্লা নামক স্থানে পদ্মাসেতু রেললাইন প্রকল্পের নির্মাণাধীন (রেল-জংশন) পরিদর্শন করলেন খুলনা বিভাগীয় কমিশনার মোঃ জিল্লুর রহমান চৌধুরী।
৪ মে বৃহস্পতিবার তিনি জংশনের কাজের অগ্রগতির খোঁজ খবর নিতে আসলে স্থানীয় সামাজিক, রাজনৈতিক এবং আইন প্রয়োগকারী সংস্থার নেতৃবৃন্দ তার সাথে সৌজন্যে সাক্ষাৎ করেন। এসময় তার সাথে ছিলেন যশোর জেলা প্রশাসক মোঃ তমিজুল ইসলাম খান, বাঘারপাড়া উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ জাকির হাসান, সহকারী ভুমি কমিশনার তামান্না ফেরদৌস, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ উদ্দিন।
পরিদর্শনে আসা বিভাগীয় কমিশনারের সাথে সৌজন্যে সাক্ষাৎ করেন যশোর মেডিকেল কলেজ হাসপাতালের গাইনী ওয়ার্ডের সাবেক অধ্যাপক ডাঃ নিকুঞ্জ বিহারি গোলদার, সাবেক অতিরিক্ত সচিব বীর মুক্তিযোদ্ধা সন্তোষ কুমার অধিকারী, বাঘারপাড়া উপজেলার বর্তমান ভাইস চেয়ারম্যান মোঃ আব্দুর রউফ মোল্লা, দোহাকুলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু মোতালেব তরফদার, জামদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরিফুল ইসলাম তিব্বত, ধলগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবিউল ইসলাম রবিসহ স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ।