জাতীয় সংবাদ | তারিখঃ এপ্রিল ২৩, ২০২৩ | নিউজ টি পড়া হয়েছেঃ 7302 বার
ডেস্ক রিপোর্ট : কক্সবাজারের নাজিরারটেক পয়েন্টে ভেসে আসা একটি ফিশিং ট্রলারের কোলেস্টোরেজের (হিমঘর) ভেতর থেকে অন্তত ১১ জনের গলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ ও ফায়ার সার্ভিস। এই সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছে সংস্থাটি। রবিবার (২৩ এপ্রিল) দুপুর ২টা ২৫ মিনিটে খবর পেয়ে কাজ শুরু করে ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, কক্সবাজারের নাজিরাপয়েন্টে একটি ট্রলার ভেসে আসার খবর পেয়ে ফায়ার সার্ভিস সেখানে পৌঁছায়। শেষ খবর পাওয়া পর্যন্ত ১১ থেকে ১২ জনের গলিত মরদেহ উদ্ধার করা হয়েছে। এই সংখ্যা আরও বাড়তে পারে।
ঘটনাস্থল থেকে কক্সবাজার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাকারিয়া জানান, কক্সবাজারের স্থানীয় জেলেরা বঙ্গোপসাগরের গভীরে ফিশিং ট্রলারটি ভাসতে দেখে পাড়ের দিকে নিয়ে আসে। আনার পর ট্রলারের ভেতরে মরদেহ দেখে পুলিশকে খবর দেয়। বিকাল ৪টা পর্যন্ত ১১ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আর কোনো মরদেহ আছে কিনা তল্লাশি চালানো হচ্ছে।
কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, ট্রলারের ভেতরে থাকা মরদেহ পচে গেছে। ধারণা করা হচ্ছে কমপক্ষে ১০/১২ দিন আগে ট্রলারটি ডাকাতদলের হাতে আক্রান্ত হয়। সকল মরদেহ ফিশিং ট্রলারের কোলেস্টোরেজের (হিমঘর) ভেতরে পলিথিন মোড়ানো ছিল। কারও পরিচয় এখনও শনাক্ত করা সম্ভব হয়নি।