জাতীয় সংবাদ | তারিখঃ এপ্রিল ১৫, ২০২৩ | নিউজ টি পড়া হয়েছেঃ 5512 বার
নিজস্ব প্রতিবেদক : রাজধানীর নিউ মার্কেটের আগুন নিয়ন্ত্রণ কাজে অংশ নেওয়া ১২ জন ফায়ার সার্ভিস কর্মী অসুস্থ হয়ে পড়েছেন বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। তাদেরকে শেখ হাসিনা বার্ন ইউনিটে এবং ঢাকা মেডিকেলে চিকিৎসা দেওয়া হচ্ছে।
শনিবার নিউ মার্কেটের অগ্নিকাণ্ডস্থল পরিদর্শনে এসে ফায়ার সার্ভিসের মহাপরিচালক ব্রিগেডিয়ার মাইন উদ্দিন এ তথ্য জানিয়েছেন।
শনিবার ভোর ৫টা ৪০ মিনিটে আগুন লাগার খবর পায় দমকল বাহিনী। তবে কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে সে বিষয়ে তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
বর্তমানে ফায়ার সার্ভিসের ৩০টি ইউনিট আগুন নেভাতে কাজ করছে। এছাড়া ঢাকা ওয়াসা, সেনাবাহিনী ও বিমানবাহিনীর সদস্য ও ফায়ার সার্ভিসের সদস্যরা মিলিয়ে মোট ২১০ জন আগুন নেভাতে সেখানে কাজ করছেন।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের পক্ষ থেকে জানানো হয়েছে, তাদের কাছে ভোর সাড়ে ৫টার পরপর আগুন লাগার খবর আসে। ৫টা ৪৩ মিনিটে ফায়ারের প্রথম ইউনিট ঘটনাস্থলে যায়। একে একে আরও ১৭ ইউনিট সেখানে পৌঁছায়। সকাল ৭টার দিকে আরও পাঁচ ইউনিট সেখানে যুক্ত হয়। আগুনের তীব্রতা বাড়ায় আরও ইউনিট পাঠানো হয়। সরেজমিনের দেখা গেছে, নিউ মার্কেটের দ্বিতীয় তলা দিয়ে এখন আগুনের কুণ্ডুলি বের হচ্ছে। বড় মই ব্যবহার করে দমকল কর্মীরা চারদিক দিয়ে পানি দিচ্ছেন। ফায়ার সার্ভিসকে সহায়তা করছে সেনাবাহিনী, বিজিবি ও র্যাব।
এর আগে গত ৪ এপ্রিল ভোরে ঢাকার বঙ্গবাজারসহ আশপাশের বেশ কয়েকটি মার্কেট আগুনে ভষ্মীভূত হয়ে যায়। ফায়ার সার্ভিসের ৪৮ ইউনিটসহ অন্যান্য বাহিনী কাজে নামে ভয়াবহ এ আগুন নেভাতে। ছয় ঘণ্টার চেষ্টায় প্রাথমিকভাবে দুপুরে আগুন নিয়ন্ত্রণে আনা হলেও পুরোপুরি নেভাতে সময় লাগে ৭৫ ঘণ্টা।
বঙ্গবাজারের উত্তর পশ্চিম কোণে সাত তলা এনেক্সকো টাওয়ার। এই ভবনের পূর্ব পাশে মহানগর কমপ্লেক্স মার্কেট। তারপরই পুলিশ সদর দপ্তরের সীমানা। সেই আগুনের ক্ষত তাজা থাকার মধ্যেই বঙ্গবাজারের পাশের বিপণি বিতান মালেকা মার্কেটে গত ৮ এপ্রিল আগুন লাগে। প্রায় পৌণে এক ঘণ্টার চেষ্টায় নেভানো এ আগুনে কেউ হতাহত হয়নি। ফায়ার সার্ভিসের ধারণা বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত।