খুলনা বিভাগ, জেলার খবর, যশোর | তারিখঃ এপ্রিল ১৪, ২০২৩ | নিউজ টি পড়া হয়েছেঃ 3800 বার
আব্দুল্লাহ আল-মামুন : শার্শায় উৎসবমূখর পরিবেশে বর্ষবরণ উদযাপিত হয়েছে। মুছে যাক গ্লানি, ঘুচে যাক জরা, অগ্নিস্নানে শুচি হোক ধরা’ কবিগুরুর এ পংক্তিকে সামনে রেখে শার্শায় নানা আয়োজনে হয়েছে বর্ষবরণ। উৎসবমূখর পরিবেশে উদযাপিত হচ্ছে বাংলা নববর্ষ-১৪৩০।
এ উপলক্ষে উপজেলা প্রশাসন ও নববর্ষ উদযাপন পর্ষদের আয়োজনে (শুক্রবার) সকালে শার্শা উপজেলা অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এর আগে উপজেলা সদরের মহাসড়ক একটি বর্ণাঢ্য শোভাযাত্রা শহর প্রদক্ষিণ করে।উপজেলা নির্বাহী অফিসার নারায়ন চন্দ্র পাল’র সভাপতিত্বে এসময় উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক মঞ্জু, জেলা পরিষদের সদস্য আলহাজ সালেহ আহমেদ মিন্টু, মহিলা ভাইস চেয়ারম্যান আলেয়া ফেরদৌস, সহকারী কমিশনার (ভূমী( ফারজানা ইসলাম সামাজিক, সাংস্কৃতিক নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।