জাতীয় সংবাদ | তারিখঃ এপ্রিল ৫, ২০২৩ | নিউজ টি পড়া হয়েছেঃ 3554 বার
সাফানুর রহমান, ঢাকা অফিস : কালাম মিয়া বুঝে উঠতে পারছেন না এখন তিনি কি করবেন। বঙ্গবাজারে ১০ বছরের বেশি সময় ধরে ব্যবসা করে আসছিলেন মধ্যবয়সী এই ব্যবসায়ী। ভয়াবহ আগুনে পুড়ে যাওয়া বঙ্গবাজারের সামনে কথা হচ্ছিল তার সঙ্গে।
প্রায় বাকরুদ্ধ কালাম মিয়া গ্রামের সংবাদকে বলেন, ‘রাতে রেখেছিলাম লাখ টাকার বান্ডিল। আগুনে পোড়ার পর পেলাম শুধু ছাই। এমন হবে ভাবতে পারিনি। আমার সবই শেষ হয়ে গেছে এটাও ভাবতে পারছি না।’
মঙ্গলবার সকালে বঙ্গবাজারে আগুন লাগে। আর সব দোকানদারের মতো সব মালামালসহ পুড়ে গেছে কালাম মিয়ার দোকানও। নিঃস্ব হওয়া এই ব্যবসায়ী জানান, দোকানের কিছু পাওয় না গেলেও শুধু স্টিলের ক্যাশ বাক্স পেয়েছেন।
কালাম মিয়া বলেন, ‘মঙ্গলবার রাতে প্রায় পাঁচ লাখ টাকা মাল কিনে এনেছি। আরও লাখ টাকা এবং কিছু খুচরা টাকা রাখা ছিল ক্যাশ বাক্সে। বেশিরাত হওয়ায় দোকান থেকে নগদ টাকা নিয়ে বের হইনি।’
‘স্টিলের ক্যাশ বাক্সে রেখে গেছি লাখ টাকার বান্ডিল। সবই পুড়ে ছাই হয়ে গেছে। যা পেলাম শুধু টাকার ছাই। এখন তো আমার কিছুই রইল না। আমি নিঃস্ব হয়ে গেছি।’
বঙ্গবাজারে কয়েক হাজার ব্যবসায়ীর দোকান পুড়ে ছাই হয়ে যায়। দীর্ঘ সাত ঘন্টা চেষ্টা চালিয়ে ফায়ার সার্ভিসের ৪৮ ইউনিট আগুন নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়। ঈদকে সামনে রেখে প্রতিটা দোকানে মালমালে ভর্তি ছিল। ফলে ক্ষয়ক্ষতির পরিমাণও বেশি।
এদিকে কিভাবে আগুনের সূত্রপাত তা এখনো জানা যায়নি। তদন্ত সাপেক্ষে পরে জানানো হবে বলে জানিয়েছেন সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. মাইন উদ্দিন।