আব্দুল্লাহ আল-মামুন : বুধবার সকালে শার্শা উপজেলা পরিষদের সভাকক্ষে মাওলানা ইলিয়াছ হোসেনের সভাপতিত্বে বাল্য বিবাহ নিরোধে নিকাহ রেজিস্ট্রারদের ভূমিকা বিষয়ক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নারায়ন চন্দ্র পাল।

লক্ষনপুর ইউনিয়ন নিকাহ রেজিস্ট্রার আব্দুল ওহাবের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন, কর্মশালার বিশেষ অতিথি উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জাহান-ই-গুলশান, যশোর জেলা কাজি সমিতির সভাপতি রেজাউল ইসলাম, সাধারন সম্পাদক মোর্শারফ হোসেন, বেনাপোল পৌর নিকাহ রেজিস্ট্রার আব্দুল আলিম প্রমুখ।

এ সময় বাল্য বিবাহের কুফল বিষয়ক বিভিন্ন আলোচনা তুলে ধরেন বক্তাগন। একই সাথে কিছু নিকাহ রেজিস্ট্রারের বিভিন্ন অনৈতিক বিষয় আলোচনায় উঠে আসে। কর্মশালা শেষে কোন অনৈতিক কর্মকান্ড চালাবেন না বলে শপথ করেন নিকাহ রেজিস্ট্রারগন।