আব্দুল্লাহ আল-মামুন : ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে যশোরের শার্শা উপজেলায় সকল শহীদের স্মরণে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৫ মার্চ) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে প্রশাসনিক ভবন সভাকক্ষ আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার নারায়ন চন্দ‍্র পাল’র সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শার্শা উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক মঞ্জু।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, শার্শা থানার অফিসার ইনচার্জ এস এম আকিকুল ইসলাম, শার্শা উপজেলা প্রকৌশলী (এলজিইডি) ইঞ্জিনিয়ার এম এম মামুন হাসান, উপজেলা কৃষি অফিসার প্রতাপ মন্ডল, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা লাল্টু মিয়া, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা তৌহিদুর ইসলাম সহ উপজেলা প্রশাসনের কর্মকর্তা- কর্মচারীগণ।

বক্তারা বলেন, ইতিহাসের নৃশংসতম হত্যাযজ্ঞের ভয়াল ২৫ মার্চের কালরাত আজ। ইতিহাসের এই দিনে পাশবিকতা, নৃশংসতা আর হিংস্রতার রূপ প্রকাশ করে ২৫ মার্চ রাতে এ দেশের নিরস্ত্র মানুষের ওপর ‘অপারশেন সার্চলাইট’ নামের সেই অভিযানে একযোগে গণহত্যা চালায় পশ্চিম পাকিস্তানি শাসক ও সেনাবাহিনী। এদেশকে মেধাশূন্য করতে এই হামলা চালানো হয়। আজকের এই দিনে সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনা করছি আমরা।