খুলনা বিভাগ, জেলার খবর, ধর্ম, যশোর | তারিখঃ মার্চ ২৪, ২০২৩ | নিউজ টি পড়া হয়েছেঃ 11435 বার
সাঈদ ইবনে হানিফ ঃ ২৪ মার্চ (শুক্রবার) ইফতারি শেষে মাগরিবের নামাজ আদায় করে মুছল্লিরা যখন মসজিদ থেকে বের হয় ঠিক তখনই কেউ একজন ডেকে বললো হুজুর এদিকে আসেন, দেখেন চাঁদের নিচে তাঁরা। বলতেই একে একে মুছল্লিরা এগিয়ে গেল দেখলেন সত্যই চাঁদের নিচে তাঁরা! যা আগে কখনও দেখা যায়নি।
এমনটি বলছিলেন, যশোরের বাঘারপাড়া উপজেলার বাগডাঙ্গা-ঘোষনগর (বাজার) জামে মসজিদের কয়েকজন মুছল্লি। মুহুর্তে এই ঘটনা ছড়িয়ে পড়লে বিভিন্ন এলাকা থেকে সাধারণ মানুষ চাঁদের নিচে তাঁরা স্বচোখে দেখেছ বলে খবর আসতে থাকে। এবং বিষয়টি নিয়ে নানা মন্তব্য আসতে থাকে। দীর্ঘ বছরে ও চাঁদের নিচে তাঁরা দেখা যায়নি। বরাবরই তাঁরাটি দেখা গেছে চাঁদের ঠিক উপরে এমনটা বলেছেন ঘটনাটি অবলোকন করা সকলেই। হঠাৎ করে চাঁদের নিচে তাঁরা দেখা কৌতুহলী মানুষের মন্তব্যর যেন শেষ নেই। এবিষয়ে এলাকার বেশ কয়েকজন আলেমদের কাছে জানতে চাইলে তারা নির্দিষ্ট কোন মন্তব্য করতে না চাইলে ও এটা যে, মহান আল্লাহ সুবহানাহু ওয়াতাআ’লার কোন কুদরতি শক্তির নিদর্শন তা নিয়ে কোন সন্দেহ নেই বলে জানিয়েছেন।