খুলনা বিভাগ, জেলার খবর, যশোর | তারিখঃ মার্চ ১৯, ২০২৩ | নিউজ টি পড়া হয়েছেঃ 2328 বার
স্টাফ রিপোর্টার : যশোরের ঝিকরগাছার মাগুরা ইউনিয়নের আঙ্গারপাড়া গ্রামে হাফেজ ও এতিম বাচ্চাদের মধ্যে নতুন পোশাক বিতরণ করা হয়েছে। আঙারপাড়া জনকল্যাণ সেবা সংগঠনের উদ্যোগে মিশ্রীদেয়াড়া হাফিজিয়া মাদরাসার শিক্ষার্থীদের মধ্যে এই পোশাক বিতরণ করা হয়েছে। এর আগে বিভিন্ন এতিমখানা ও হেফজখানার শতাধিক বাচ্চা ও গ্রামের মানুষকে দুপুরের খাবার খাওয়ানো হয়।
আঙারপাড়া জনকল্যাণ সেবা সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ আব্দুল মোতালেব বলেন, প্রতিবছরই হাফেজ ও এতিম বাচ্চাদের নিয়ে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। তারই ধারাবাহিকতায় এ বছরও প্রায় শতাধিক বাচ্চাকে নতুন পোশাক বিতরণ করা হবে। আজ ৩০ জন বাচ্চার হাতে নতুন পোশাক হস্তান্তর করা হলো। পরবর্তীতে বাকী দের কাছে পৌঁছে দেওয়া হবে।
দেশী ও প্রবাসীদের অর্থায়নে এই কর্মসূচি পরিচালিত হয়। অনুষ্ঠানে উপস্থিত মিশ্রীদেয়াড়া হাফিজিয়া মাদরাসার মুহতামিম মুয়াজ হুসাইন বলেন, নতুন পোশাক পেয়ে আমার প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা খুবই খুশি হয়েছে। তিনি আয়োজকদের সাধুবাদ জানান।
উক্ত অনুষ্ঠানে জনকল্যাণ সেবা সংগঠনের সদস্য মিজানুর রহমান টিক্কা, মাস্টার আশারফ হোসেন, রফিকুল ইসলাম টেন্টু, আব্দুস সাত্তার গাজী, কবির হোসেন, জয়নাল আবেদিন, আব্দুল কাদের, হাশেম আলী, ঝন্টু আহমেদ, মিজানুর রহমান, মালয়েশিয়া প্রবাসী আলি হোসেন(টাংগাইল), সাইফুল ইসলাম (মিশ্রীদেয়াড়া), রকি (যশোর) সহ আরও অনেকেই অর্থ, শ্রম আর মেধা দিয়ে সহযোগিতা করেছেন।