জাতীয় সংবাদ | তারিখঃ মার্চ ৮, ২০২৩ | নিউজ টি পড়া হয়েছেঃ 2634 বার
গণপরিবহনে নারী আসন ৩০% ও সড়ক নীতিমালা কার্যকর-এর দাবিতে সেভ দ্য রোড-এর শান্তি সড়ক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ৮ মার্চ সকাল সাড়ে ১০ টায় জাতীয় প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন সেভ দ্য রোড-এর প্রতিষ্ঠাতা ও সিনিয়র ভাইস চেয়ারম্যান। প্রধান আলোচক ছিলেন সেভ দ্য রোড-এর মহাসচিব শান্তা ফারজানা। বক্তব্য রাখেন ভাইস চেয়ারম্যান আইয়ুব রানা, ব্যাংকার গোলাম মোস্তফা, সুলতানা রাত্রী, উমা সিং, কায়েস সজিব, পারভেজ হাওলাদার, আল আমিন মুন্না প্রমুখ।
সমাবেশে সেভ দ্য রোড নেতৃবৃন্দ অনতিবিলম্বে বাস-ট্রেন-লঞ্চ ও প্লেনে নারীদের জন্য নূন্যতম ৩০% নারী আসন নিশ্চিতের পাশাপাশি সড়ক নীতিমালা কার্যকরের জন্য সংশ্লিষ্ট দপ্তরের মন্ত্রী-সচিব-বিআরটিএর চেয়ারম্যানসহ সংশ্লিষ্ট সকল কর্মকর্তা-কর্মচারির প্রতি আহবান জানান। মহাসচিব শান্তা ফারজানা এসময় বলেন, গণপরিবহনে নারী ধর্ষণের যতগুলো ঘটনা ঘটেছে, একটিরও বিচার আজও সুষ্ঠুভাবে শেষ হয়নি, যে কারণে নির্মম বাস্তবতার মুখোমুখি হচ্ছে আমাদের মা, আমাদের বোনেরা। প্রেস বিজ্ঞপ্তি ।