স্টাফ রিপোর্টার : যশোরের ঐতিহ্যবাহী স্বেচ্ছাসেবী সংগঠন নাগরিক অধিকার আন্দোলনের বার্ষিক বনভোজন এবং এ উপলক্ষে মৎস্য পোনা অবমুক্তকরণ অনুষ্ঠান শনিবার (২৫ ফেব্রুয়ারী) রামনগর ক্ষনিকা পিকনিক কর্ণারে অনুষ্ঠিত হয়। নাগরিক অধিকার আন্দোলন যশোর এর আহবায়ক মাস্টার নুর জালাল এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোরের বর্তমান জেলা প্রশাসক তমিজুল ইসলাম খান।

যশোর জেলা নাগরিক অধিকার আন্দোলনের সমন্বয়ক মাসুদুজ্জামান মিঠু এবং ঝিকরগাছার ঐতিহ্যবাহী সেবা সংগঠনের প্রতিষ্ঠাতা ও সভাপতি মাস্টার আশরাফুজ্জামান বাবুর সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ভারত যৌথ বানিজ্য কমিটির পরিচালক মতিয়ার রহমান, যশোর মেডিকেল কলেজ হাসপাতালের তত্বাবধায়ক আক্তারুজ্জামান, বৃহত্তর যশোর জেলার মুজিব বাহিনীর উপ প্রধান বীর মুক্তিযোদ্ধা রবিউল আলম, যশোর ক্যান্টনমেন্ট কলেজের সাবেক অধ্যাপক বোরহানুস সুলতান, যশোর সদর উপজেলার সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান এডভোকেট সেতারা খাতুন, ন’পাড়া ইউনিয়নের মহিলা ইউ পি সদস্য তাসলিমা ইসলাম লিপা, নাগরিক অধিকার আন্দোলনের কার্যকরী কমিটির সদস্য আহসানউল্লাহ ময়না, মোবাশ্বের হোসেন বাবু, বীর মুক্তিযোদ্ধা হেলাল খান, ডাক্তার আব্দুল্লাহ, জাহিদ গোলদার, প্রশাসনের উচ্চ পর্যায়ের কর্মকর্তাবৃন্দ সহ আরও অনেকে।

ক্ষণিকা পিকনিক কর্নারের ঐতিহ্য ধরে রাখতে নাগরিক অধিকার আন্দোলনের সাম্প্রতিক আন্দোলনের সফলতাকে স্বাগত জানিয়ে প্রধান অতিথি তমিজুল ইসলাম খান বলেন, নাগরিক অধিকার আন্দোলনের সকল সামাজিক আন্দোলনে তিনি তার দপ্তরের পক্ষ থেকে যতোটা সম্ভব সহযোগিতা করবেন। পরে প্রধান অতিথি পিকনিক কর্নারের পুকুরে মাছের পোনা অবমুক্ত করেন এবং মধ্যাহ্ন ভোজে অংশগ্রহণ করেন।