খুলনা বিভাগ, জেলার খবর, যশোর | তারিখঃ ফেব্রুয়ারি ২৩, ২০২৩ | নিউজ টি পড়া হয়েছেঃ 5983 বার
সানজিদা আক্তার সান্তনা : যশোর সদর উপজেলার গোপালপুর গ্রামে মোফাজ্জল হোসেন মোফা (৩৫) নামের একজন শ্রমিকের লাশ মৃত্যুর ৫ মাস ২১ পর যশোর সদরের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মাহমুদুল হাসানের উপস্থিতিতে ময়না তদন্তের জন্য কবর থেকে লাশ উত্তোলন করেন পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) সদস্যরা ।
পিবিআই’র যশোরের ইন্সপেক্টর হিরনময় সরকার জানান, আদালতে নিহত শ্রমিক মোফাজ্জল হোসেন মোফার পিতা মোঃ আব্দুল জলিলের আবদনের পরিপ্রেক্ষিতে আদালতের নির্দেশে তদন্তের জন্য লাশ উত্তোলন করে ময়না তদন্তের জন্য লাশ যশোর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।
মামলার অভিযোগে জানাযায়, ২০২২ সালের ২ সেপ্টেম্বরে মোজাহার মেটাল ইন্ডাস্ট্রি থেকে মোফাজ্জল হোসেন মোফা নামে একজন শ্রমিকের লাশ উদ্ধার করে পুলিশ। তবে ঘটনার পর একটি প্রভাবশালীর চাপে ময়না তদন্ত ছাড়ায় মাটি দিয়ে দিতে বাধ্য হয়। পরিবারের দাবী এটা একটি সুপরিকল্পিত হত্যাকান্ড।
নিহত শ্রমিক মোফাজ্জল এর বৃদ্ধ পিতা মোঃ আব্দুল জলিল যশোর আদালতে একটি হত্যা মামলা দায়ের করলে আদালত পিবিআই যশোরকে তদন্তের নির্দেশ দেন।
এরই প্রেক্ষিতে বৃহস্প্রতিবার বেলা ১২ টার দিকে ময়নাতদন্তের জন্য কবর থেকে লাশ উত্তলণ করে মর্গে পাঠিয়েছে পুলিশ।
এসময় উপস্থিত ছিলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদুল হাসান, পিবিআই’র ইন্সপেক্টর হিরণময় সরকারসহ জেলা প্রশাসনের কর্মকর্তা ও উৎসুক জনতা।