গনমাধ্যম | তারিখঃ ফেব্রুয়ারি ২৩, ২০২৩ | নিউজ টি পড়া হয়েছেঃ 3567 বার
নিজস্ব প্রতিবেদক : রাজধানীসহ দেশের বিভিন্ন জায়াগায় গ্রামীণফোনের নেটওয়ার্ক ব্যহত হওয়ার খবর পাওয়া গেছে। বৃহস্পতিবার দুপুর ১টার কিছু আগে থেকে এ সমস্যা দেখা দেয়। গ্রামীণফোন কর্তৃপক্ষ বলছে, ফাইবার অপটিকস কেবল বিচ্ছিন্ন হয়ে নেটওয়ার্ক সেবা সাময়িক বিঘ্ন হচ্ছে। এ জন্য দুঃখ প্রকাশও করা হয়েছে।
গ্রামীণফোনের একটি সূত্র জানায়, সড়ক মেরামতের সময় টাঙ্গাইলে দুটি জায়গায় ও সিরাজগঞ্জে এক জায়গায় বৃহস্পতিবার দুপুর ১১টা ৪৫ মিনিটে অপটিক্যাল ফাইবার ক্যাবল কাটা পড়ে। এর ফলে গ্রামীণফোনের নেটওয়ার্কে সমস্যা দেখা দেয়। গ্রাহকেরা ভোগান্তিতে পড়েন।
নেটওয়ার্ক বিপর্যয়ের বিষয়টি তাদের ভেরিফায়েড ফেসবুক পেজেও জানিয়েছে গ্রামীণফোন। সেখানে বলা হয়েছে, ‘ফাইবার অপটিক কেবল বিচ্ছিন্ন হওয়ার কারণে সাময়িকভাবে কল করতে অসুবিধা হওয়ায় আমরা আন্তরিকভাবে দুঃখিত। দ্রুত সমস্যা সমাধানে আমাদের টিম সর্বোচ্চ গুরুত্ব সহকারে কাজ করে যাচ্ছে।’
বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) তথ্য অনুযায়ী, দেশের মোট গ্রাহকের প্রায় অর্ধেকেই গ্রামীণফোনের। এ বছরের জানুয়ারিতে গ্রামীণফোনের গ্রাহক সংখ্যা ছিল সাত কোটি ৯৩ লাখ ৭০ হাজার প্রায়। দেশে ওই মাসে মোট গ্রাহকের সংখ্যা ১৮ কোটি আট হাজারের মতো।