সাইদুর রহমান রাজা, শার্শা : বুধবার রাত ৮টায় শার্শা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের অভ্যন্তরে রুপা ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্টিত হয়েছে। উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার ইউসুফ আলীর সভাপতিত্বে টুর্নামেন্টের প্রধান অতিথি ছিলেন যশোর বিএমএ সভাপতি ডাঃ একেএম কামরুল ইসলাম বেনু।

৭দিন ব্যাপি ১৬ দলীয় রুপা ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল খেলায় যশোর সিভিল সার্জন অফিস বনাম শার্শা উপজেলা স্বাস্থ্য কেন্দ্র অংশ নেন। খেলায় যশোরের সিভিল সার্জন ডাক্তার বিপ্লব কান্তি বিশ্বাস, সদর হাসপাতালের আরএমও ডাক্তার আব্দুস সামাদ, শার্শা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের ডাক্তার ছিদ্দিকুর রহমান ও ডাক্তার শুভেন্দু বিশ্বাস অংশনেন। জয়ী হয় যশোর সিভিল সার্জন অফিস। খেলার আয়োজনে ছিলেন এরিস্টফার্মা লিমিটেড।

টুর্নামেন্ট শেষে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের মাঝে ট্রফি তুলে দেন যশোর বিএমএ সভাপতি ডাঃ একেএম কামরুল ইসলাম বেনু।

এ সময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ডেপুটি সিভিল সার্জন নাজমুস সাদিক রাসেল, যশোর স্বাচিপের সদস্য ডাঃ গোলাম মোর্তুজা, এরিস্টফার্মা লিমিটেডের যশোরের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার শাহ কামরুজ্জামান, উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের আবাসিক মেডিকেল অফিসার লক্ষিন্দার কুমার দে, ডাক্তার জাহিদ হোসেনসহ ডাক্তার, কর্মকর্তা, নার্স, কর্মচারিবৃন্দ।