খুলনা বিভাগ, জেলার খবর, যশোর | তারিখঃ জানুয়ারি ৩০, ২০২৩ | নিউজ টি পড়া হয়েছেঃ 1981 বার
সাঈদ ইবনে হানিফ, বাঘারপাড়া : সাধারন জনগণের নিকট সেবা পৌছে দেওয়ার লক্ষ্যে বাঘারপাড়া উপজেলার ৯ নং জামদিয়া ইউনিয়নের জনপ্রিয় চেয়ারম্যান শেখ আরিফুল ইসলাম তিববত ইউনিয়নের সাবেক তিন ওয়ার্ডে তিনজন মহিলা মেম্বরদের ব্যাক্তিগত কার্যালয় পরিদর্শনে আসেন।
এসময় ইউনিয়নের ৪, ৫ ও ৬ নং ওয়ার্ডের মেম্বর রিপ্না রানী বিশ্বাসের ১১ খানের বাকড়ী বাজারে তার নিজেস্ব অফিস দেখে সন্তুষ্টিপোষন করেন। এসময় তার সফরসঙ্গী হিসেবে উপস্হিত ছিলেন, ৫ নং ওয়ার্ডের মেম্বর বাবু চিন্ময় ভৌমিক ও চেয়ারম্যানের ব্যাক্তিগত সচিব মোঃ আলী হোসেন। এসময় শেখ আরিফুল ইসলাম তিববত বলেন, সাধারণ জনগনকে এখন আর সময় নষ্ট করে ছোট খাট সমস্যা নিয়ে ইউনিয়ন পরিষদে যেতে হবে না। তিনি বলেন, আমি নিজেই মাঝেমধ্যে এসব অফিসের কার্যক্রম পরিদর্শন করবো। সাধারণ মানুষ যেন আর দিনের পর দিন পরিষদের বারান্দায় বসে চেয়ারম্যানের একটা সাক্ষরের জন্য অপেক্ষা করতে না হয়। শুধু একটা ফোন দিলে সঙ্গে সঙ্গে ইউনিয়ন পরিষদে বা মহিলা মেম্বরদের ব্যাক্তিগত কার্যালয় এসে শাক্ষর বা অন্যান্য ছোটখাটো কার্যাদি সুসম্পন্ন করা যায় এমন উদ্যোগ নেওয়া হবে। চেয়ারম্যান আরিফুল ইসলাম তিববত এর মুখে এসব কথা শুনে অফিসের সামনে উপস্থিত সাধারণ দিনমজুর ও খেটে খাওয়া কৃষকরা বেজায় খুশি এবং চেয়ারম্যানকে ধন্যবাদ জানান। রবিবার ২৯ জানুয়ারি স্থানীয় বাকড়ী বাজারের কয়েকজন ব্যাবসায়ী সহ কথা হয় কাপড় ব্যাবসায়ী জগদীশ সরকার, চা বিক্রেতা প্রকাশ(প্রোক) বিশ্বাস, ফার্নিচার ব্যাবসায়ী কানাই বাবু, বিশিষ্ট রাজনৈতিক ও সামাজিক ব্যাক্তিত্ব অমল সেন স্মৃতি রক্ষা কমিটির সাধারণ সম্পাদক বাবু বিপুল কান্তি বিশ্বাসসহ অনেকেই বলেন, এটা ভালো উদ্যোগ। এতেকরে সাধারণ অসহায় মানুষের দুর্ভোগ পোহাতে হবে না।