খুলনা বিভাগ, জেলার খবর, যশোর | তারিখঃ জানুয়ারি ২৭, ২০২৩ | নিউজ টি পড়া হয়েছেঃ 5955 বার
সাইদুল ইসলাম : শার্শায় যশোর-বেনাপোল সড়কে সাইকেল আরোহীকে থামিয়ে ৪৯ বিজিবি সদস্যরা ০৫ টি স্বর্ণের বারসহ ০১ জনকে আটক করে।
জানা গেছে, ২৭ জানুয়ারি’২৩ তারিখ সকাল আনুমানিক ১১০০ ঘটিকায় যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর উপ-অধিনায়ক, মেজর মোঃ সেলিমুদ্দোজা এর নির্দেশনা ও সরাসরি তত্ত্বাবধানে নায়েক মোঃ নজরুল ইসলাম এর নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে যশোর জেলার শার্শা থানাধীন বাগ আচঁড়া নামক এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় যশোর-বেনাপোল মহাসড়ক দিয়ে বেনাপোলগামী সন্দেহজনক সাইকেল আরোহীকে থামিয়ে জিজ্ঞাসাবাদে বাগ আচড়া গ্রামের মৃত আলহাজ্ব জামাল হোসেনের পুত্র মোঃ আবুল কালাম (৬৪) কে তল্লাশি করলে তার কোমরে বিশেষ কায়দায় লুকায়িত অবস্থায় ০৫টি স্বর্ণে বার পাওয়া যায়। যার আনুমানিক ওজন ০.৫৮৩ কেজি। উক্ত স্বর্ণের বর্তমান মূল্য ৫৮ লক্ষ ৩০ হাজার টাকা।
এ বিষয়ে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)এর অধিনায়ক বলেন, সীমান্তে বিজিবির টহল অত্যান্ত জোরদার অবস্থায় রয়েছে যার কারনে সীমান্তরক্ষীরা সীমান্তে অজ্ঞাত ও সন্দেহভাজন লোকদের তল্লাশি করে এই স্বর্ণের বার আটক করতে সক্ষম হয়।
আটককৃত আসামী ও স্বর্ণ শার্শা থানায় মামলার মাধ্যমে ট্রেজারিতে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।