খুলনা বিভাগ, জেলার খবর, যশোর | তারিখঃ জানুয়ারি ২৭, ২০২৩ | নিউজ টি পড়া হয়েছেঃ 1535 বার
সাঈদ ইবনে হানিফ ঃ যশোরের বাঘারপাড়া উপজেলার বাসুয়াড়ী ইউনিয়নের ঘোষনগর ঘুনি বাজারে প্রতি দিন সকালে বিক্রি হয় ভৈরব নদী থেকে ধরা দেশি প্রজাতির নানা ধরনের মাছ।
আর এই মাছ ক্রয়ের জন্য প্রতি দিন ভোর থেকে বিভিন্ন এলাকার মানুষের আনাগোনা দেখা যায়। এলাকার রাজবংশী জেলে সম্প্রদায়ের বেশির ভাগ পরিবার পার্শ্ববর্তী ভৈরব নদী থেকে মাছ ধরে এই বাজারে বিক্রি করে তাদের জীবিকা নির্বাহ করে থাকে। গত কয়েক বছর ভৈরব নদীর খনন কাজের জন্য তাদের মাছ ধরা একপ্রকার বন্ধ ছিল। কিন্তু সম্প্রতি নদীর বাঁধ গুলো খুলে দেওয়ার কারণে নদীতে আবার জোয়ার ভাটা শুরু হওয়ার কারণে নদীতে ফিরে এসেছে প্রাণ। একই সাথে নদীতে জন্ম হয়েছে বিভিন্ন প্রজাতির মাছ। এই বাজারে মাছ কিনতে আসা একাধিক ব্যাক্তি জানান, নদীর মাছের স্বাদই আলাদা তাছাড়া দেশি প্রজাতির মাছ জন্য দাম একটু বেশি। তবুও নদীর মাছ খেতে পারছি এতেই আমরা খুশি।