সানজিদা আক্তার সান্তনা : নাভারন হাইওয়ে থানা পুলিশের উদ্যোগে দুর্ঘটনা রোধে লাউজানী রেলক্রসিং এলাকায় অতিরিক্ত রোড ডিভাইডার বসানো হয়েছে। বিএসআরএম কোম্পানির সহযোগিতায় মঙ্গলবার বিকালে রেলক্রসিংয়ের দুই পাশে ১৬০ কেজি করে ওজনের ২০ টি পিন ডিভাইডার বসানো হয়।

এসময় উপস্থিত ছিলেন নাভারন হাইওয়ে থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন, সার্জেন্ট রফিকুল ইসলাম রফিক, বিএসআরএম বেনাপোল ওয়্যার হাউজের সহকারী ব্যবস্থাপক হাবিবুর রহমান, ঢাকা কর্পোরেট শাখার ফিল্ড মার্কেটিং অফিসার শহিদুল ইসলাম ও বেনাপোল ওয়্যার হাউজের এক্সিকিউটিভ (সিএসডি) সোহাগ হোসেন।

এর আগে গত ৯ডিসেম্বর একই স্থানে ঝিকরগাছা থানা পুলিশের উদ্যোগে দুর্ঘটনা রোধে রোড ডিভাইডারে রিফ্লেক্টিং স্টিকার লাগানো হয়েছিল।

উল্লেখ্য, লাউজানী রেলক্রসিংয়র এলাকায় একের পর এক দুর্ঘটনার কারণে বিএসআরএম কোম্পানি এই উদ্যোগ নিয়েছেন বলে নাভারণ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন জানিয়েছেন।