জেলার খবর, ময়মনসিংহ, ময়মনসিংহ বিভাগ | তারিখঃ জানুয়ারি ২১, ২০২৩ | নিউজ টি পড়া হয়েছেঃ 6662 বার
বিল্লাল হোসেন, ভালুকা (উপজেলা) প্রতিনিধি:- ময়মনসিংহের ভালুকা উপজেলার উথুরা রেঞ্জ অধীনে অবৈধভাবে ২০ ধারা বন গেজেট কৃত জমি দখল নিয়ে বাড়ি নির্মাণ অভিযোগ উঠেছে।
সরেজমিনে গিয়ে দেখা যায়, উপজেলার উথুরা ইউনিয়নের তালটিয়া গ্রামে মৃত সুলেমানের ছেলে আবুল কালাম বনবিভাগের ২০ ধারার জমি দখল নিয়ে বাড়ি নির্মাণ কাজ করছেন। স্থানীয় একাধিক লোকজন বলেন, দীর্ঘ এক বছর আগে কালাম মিয়া বাড়ির কাজ করার প্রস্তুতি নিয়েছিলেন। কিন্তু বন বিভাগের লোকজন বাঁধা দেওয়ার কারণে এতোদিন বাড়ির কাজ বন্ধ ছিল। এখন কিভাবে কাজ করছেন তা আমরা জানিনা।
বাড়ির মালিক আবুল কালাম জানান, বন বিভাগের লোকজনের অনুমতি সাপেকেই হচ্ছে। এ ব্যাপারে বন প্রহরী হেকিম স্বীকার করে বলেন, এমপি মহোদয়ের সুপারিশকৃত বাড়ির অনুমতি দেওয়া হয়।
এ বিষয়ে উথুরা রেঞ্জ কর্মকর্তা হারুন রশিদ জানান, আবারও কাজটি বন্ধ করা হয়েছে।