খুলনা বিভাগ, জেলার খবর, যশোর | তারিখঃ জানুয়ারি ১৭, ২০২৩ | নিউজ টি পড়া হয়েছেঃ 5161 বার
আব্দুল্লাহ আল-মামুন : যশোরের শার্শা সীমান্তে ৭ কেজি ৩৩৭ গ্রাম ওজনের ৬৩টি স্বর্ণের বারসহ আব্দুর রাজ্জাক নামে এক পাচারকারী আটক হয়েছে। সে পুটখালী বারোপোতা গ্রামের মৃত শমসের সরদারের ছেলে।
বুধবার (১৭ জানুয়ারি) বিকাল চারটার দিকে বিজিবি সদস্যরা শার্শা অগ্রভুলট এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণের স্বর্ণের বারসহ তাকে আটক করতে সক্ষম হয়। উদ্ধারকৃত এসব স্বর্ণের ওজন ৭ কেজি ৩৩৭ গ্রাম। এসব স্বর্ণের বারের বাজার মূল্য প্রায় ৬ কোটি টাকা বলে জানিয়েছে বিজিবি।
খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্ট কর্নেল তানভীর রহমান বলেন, বিপুল পরিমাণের স্বর্ণেরবার উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন এবং আটককৃতের বিরুদ্ধে স্বর্ণের পাচারের মামলা দিয়ে তাকে শার্শা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।