খুলনা বিভাগ, জেলার খবর, যশোর | তারিখঃ জানুয়ারি ১৫, ২০২৩ | নিউজ টি পড়া হয়েছেঃ 5122 বার
এসএম স্বপন: বেনাপোলের দৌলতপুর সীমান্তে জাহানারা আহাম্মাদ আলী হাফিজিয়া এতিমখানার উদ্যোগে হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদাণ ও আলোচনা সভা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বেলা ১১ টার সময় জাহানারা আহাম্মাদ আলী হাফিজিয়া এতিমখানা প্রাঙ্গণে এ সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় জাহানারা আহাম্মাদ আলী হাফিজিয়া এতিমখানার শিক্ষার্থী নব্য ৪ হাফেজকে পাগড়ী প্রদাণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি নাভারন মাদ্রাসাতুস সাহাবার প্রতিষ্ঠাতা পরিচালক শায়খুল হাদিস আল্লামা মুফতি আব্দুস সামাদ কাসেমী।
জাহানারা আহাম্মাদ আলী হাফিজিয়া এতিমখানার প্রতিষ্ঠাতা এ,কে,এম আতিকুজ্জামান সনির সভাপতিত্বে ও বেনাপোল ট্রান্সপোর্ট এজেন্সী মালিক সমিতির সহ-সভাপতি ইদ্রিস আলীর সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত পাগড়ী প্রদাণ অনুষ্ঠানে নব্য ৪ হাফেজকে হিফজুল কোরআন সনদ দেওয়া হয়।
যারা পাগড়ী ও কোরআন সনদ পেলেন, যশোর জেলার বেনাপোল পোর্ট থানার বেদেবাহাদুরপুর এলাকার রায়পুর গ্রামের ইসমাইল হোসেনের ছেলে হাফেজ মোঃ সাহেব আলী(১৩), বালুন্ডা এলাকার খলসী গ্রামের কামরুল সরদারের ছেলে হাফেজ মোঃ মাহিন হোসেন(১৪), দৌলতপুর গ্রামের রুস্তম আলীর ছেলে হাফেজ মোঃ আবু সালমান স¤্রাট(১২) ও বেনাপোল ইউনিয়নের নারায়নপুর গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে হাফেজ মোঃ মেহেদী হাসান শান্ত(১৫)।
উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ(ওসি) কামাল হোসেন ভুঁইয়া, বেনাপোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ বজলুর রহমান, গাজিপুর জহুরা রিজিয়া এতিমখানা মাদ্রাসার অধ্যক্ষ হাফেজ মাওলানা মোঃ খলিলুর রহমান প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন, জাহানারা আহাম্মাদ আলী হাফিজিয়া এতিমখানা পরিচালনা কমিটির সভাপতি আলমগীর হোসেন আলম, সাধারণ সম্পাদক মিজানুর রহমান, মুহতামিম হাফেজ মাওলানা মোঃ মনিরুজ্জামানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠানের সূধীবৃন্দ।