খুলনা বিভাগ, জেলার খবর, যশোর | তারিখঃ জানুয়ারি ১৩, ২০২৩ | নিউজ টি পড়া হয়েছেঃ 5055 বার
এসএম স্বপনঃ যশোরের বেনাপোল সীমান্ত থেকে ৭০ বোতল ফেন্সিডিল ও ৫ বোতল বিদেশি মদ সহ ৩ মাদক বিক্রেতাকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১২ জানুয়ারি) সন্ধ্যা পর্যন্ত পৃথক তিনটি অভিযানে বেনাপোল পোর্ট থানা এলাকা থেকে তাদের আটক করে পোর্ট থানা পুলিশ।
আটককৃতরা হলো, মেহেদী হাসান (২১), পিতা-পল্টু সরদার, সাং-সাদীপুর, গফ্ফার সরদার (৪৩), পিতা-মৃত গোলাম মোস্তফা, সাং-দিঘীরপাড় ও মুসা মোল্লা (২৪) পিতা- কাওছার মোল্লা সাং-বড় আঁচড়া, বেনাপোল পোর্ট থানা।
পুলিশ জানায়, মাদক বেচাকেনার গোপন খবরে, পোর্ট থানা পুলিশ অভিযান চালিয়েংৌ বেনাপোল রেলস্টেশন রোড এলাকা থেকে ৩ বোতল বিদেশি মদসহ মেহেদীকে, পৃথক অভিযানে ছোট আঁচড়া গ্রামস্থ নতুন থানা ভবন এলাকা থেকে ২ বোতল বিদেশি মদসহ গফ্ফারকে এবং অপর অভিযানে বড়আঁচড়া গ্রামের জাহাঙ্গীর ড্রাইভারের বাড়ীর ৌসামনে থেকে মুসাকে ৭০ বোতল ফেন্সিডিল সহ আটক করে।
বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন ভূঁইয়া জানান, আসামীদের বিরুদ্ধে পৃথক পৃথক মামলা দিয়ে তাদেরকে যশোর আদালতে পাঠানো হবে।