image_print

আব্দুল্লাহ আল-মামুন : শার্শার জামতলাই বিদ্যুৎ স্পৃষ্টে নয়ন (২৫)নামে এক নির্মান শ্রমিকের মৃত্যু হয়েছে। বুধবার (৪ই জানুয়ারি) সকালে নয়ন উলাশীর ধলদাহ গ্রামের সহিদুল (ভাঙ্গাড়ী ব্যাবসায়ী) এর বাড়ির দ্বীতিয় তলায় কাজের সময় এ ঘটনাটি ঘটে।

জানা যায়, এ সময় নয়ন সহ আরও পাঁচ সাত জন শ্রমিক বাড়িতে ছাদের রড সেন্টারিংয়ের কাজ করছিল। একটি রড নিজে পাতানোকালে বাড়ির উপর দিয়ে যাওয়া ৩৩ হাজার ভোল্টের ১টি তারের স্পর্শ করার সাথে সাথে নয়ন বিদ্যুয়িত হয়ে পড়ে যায়। নয়নের সহকর্মিরা তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার সময় মারা যান।

নিহত নয়ন শার্শার টেংরা আব্দুল গফুরের ছোট ছেলে। এ বিষয়ে জানতে চাইলে ৮নং টেংরা ওয়াডের মেম্বার মোজাম গাজী বলেন বিষয়টি খুবই দুঃখজনক, নয়নের বিদেশ যাওয়ার প্রস্তুতি চলছিলো।