সাঈদ ইবনে হানিফ : যশোরের বাঘারপাড়া উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান প্রার্থী ও কৃষক শ্রমিক জনতা লীগ নেতা মোল্লা আব্দুস ছামাদ আজাদ ইন্তেকাল ইন্তেকাল করেছেন, ( ইন্না-লিল্লাহী ওয়া ইন্না ইলাইহি রাজিউন) । তিনি সাবেক ইউপি চেয়ারম্যান মৃত আবদুল করিম মোল্লার পুত্র। মৃত্যু কালে তার বয়স হয়েছিল ৭২ বছর। পারিবারিক সূত্র জানায়, মরহুম আব্দুস ছামাদ আজাদ দীর্ঘদিন যাবত শারিরীক অসুস্থতা নিয়ে নিজ বাড়িতে চিকিৎসাধীন ছিলেন, ৩০শে ডিসেম্বর বিকেলে উপজেলার বাসুয়াড়ী ইউনিয়নের রাধানগর গ্রামের বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ।

মৃত্যুর আগমুহূর্ত পর্যন্ত তিনি বঙ্গবীর কাদের ছিদ্দিকীর (কৃষক শ্রমিক জনতা) লীগের জন্য একজন নিবেদিত প্রান ছিলেন। এই হিসেবে এলাকার মানুষের কাছে তিনি বঙ্গবীর নামে পরিচিত ছিলেন। ১৯৮৫ সালে তিনি হাঁস প্রতীক নিয়ে উপজেলা পরিষদ নির্বাচনে অংশ গ্রহণ করেন। অত্যান্ত হাসিখুশি ও মিশুক প্রকৃতির এই মানুষটি কে ভালোবেসে এলাকার সব শ্রেণির মানুষ একসময় তাকে চেয়ারম্যান বলে ডাকা শুরু করলো আর তাতেই তিনি গর্ববোধ করতেন। প্রিয় এই মানুষ টির দুরদুরান্ত থেকে বন্ধু শুভাকাঙ্ক্ষী আত্মীয় স্বজনসহ অসংখ্য মানুষ তার জানাজা নামাজে উপস্থিত হন। শনিবার যোহর নামাজের পর তার নিজ গ্রামের বাড়িতে জানাজা শেষে পারিবারিক করব স্থানে তাকে দাফন করা হয় । তার জানাজা নামাজে উপস্থিত ছিলেন, কুষ্টিয়া ইসলামী বিশ্ব বিদ্যালয়ের আল কুরআন এ্যান্ড ইসলামীক ইস্টাডিস বিভাগের অধ্যাপক ড, মাওলানা মো৷ জালাল উদ্দীন, রাধানগর আমিনিয়া আলিম মাদ্রাসার অধ্যাক্ষ, মাও ঃ তবিবুর রহমান, বাঘারপাড়া ডিগ্রি কলেজের সাবেক অধ্যাক্ষ মোঃ শওকত আলী, হামিদপুর আলহেরা ডিগ্রি কলেজের অধ্যাপক আশরাফ আলী, ঘোষনগর-বাগডাঙ্গা বাজার জামে মসজিদের ইমাম মাষ্টার মাওলানা আব্দুল হালিম, হাজি কল্যান সমিতির সভাপতি হেকমত আলী, সাবেক সোনালী ব্যাংক কর্মকর্তা মোঃ আব্দুল কাদের মোল্লা, জানাজা নামাজের ইমামতি করেন মরহুমের চাচাতো ভাই মাওলানা তবিবুর রহমান, এবং পরিচালনা করেন, আমিরুল ইসলাম বুলুু। নামাজ শেষে এই সব বিশিষ্ট ব্যাক্তিগন মরহুমের বাড়িতে গিয়ে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।