সানজিদা আক্তার সান্তনা : যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে ২ হাজার ৫৪৯টি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে এবার একটি শিক্ষাপ্রতিষ্ঠানের কেউ পাস করতে পারেননি। ওই শিক্ষা প্রতিষ্ঠানটি হলো যশোরের মণিরামপুর উপজেলার গলদাহ খড়িঞ্চা বালিকা বিদ্যালয়।

বিষয়টি নিশ্চিত করে যশোর শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মাধব চন্দ্র রুদ্র বলেন, একটি শিক্ষা প্রতিষ্ঠান থেকেই একজন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছিল। কিন্তু সেই একজনই অনুত্তীর্ণ হয়েছে। ফলে শূন্য পাসের তালিকায় ওই প্রতিষ্ঠানের নাম উঠেছে।

গতবছর এই তালিকায় দুটি শিক্ষাপ্রতিষ্ঠানের নাম ছিল। শিক্ষাপ্রতিষ্ঠানের নামগুলো হলো সাতক্ষীরার কলারোয়া উপজেলার কলারোয়া শহীদ স্মৃতি বালিকা বিদ্যালয় ও দেবহাটা উপজেলার বাবুরাবাদ ধাপুখালি মাধ্যমিক বিদ্যালয়।