খুলনা বিভাগ, জেলার খবর, মাগুরা, স্বাস্থ্য ও চিকিৎসা | তারিখঃ নভেম্বর ১৮, ২০২২ | নিউজ টি পড়া হয়েছেঃ 3679 বার
শালিখা (মাগুরা) প্রতিনিধিঃ ১৮ নবেম্বর শুক্রবার মাগুরার শালিখার দীঘল গ্রাম খেলার মাঠে দিন ব্যাপী এক ফ্রী মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়।
শালিখার স্বর্ণ মেডিকেল সার্ভিস ও স্বর্ণ পাঠাগার(স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান) কতৃক আয়োজিত এ সেমিনারে গ্রামের ৪০ জন দুস্থ রোগীকে সম্পূর্ণ ফ্রী ব্যবস্থাপত্র প্রদান করা হয়। ব্যাবস্থাপত্র দেন শালিখা উপজেলা হাসপাতালের ডাঃ ফাহমিদা জামান স্নিগ্ধা। ক্যাম্পটি পরিচালনা করেন স্বর্ণ পাঠাগারের প্রতিষ্ঠিতা নির্বাহী পরিচালক স্বপন বিশ্বাস।স্বপন বিশ্বাস বলেন পর্যায়ক্রমে উপজেলার বিভিন্ন উনিয়নেফ্রি মেডিকেল ক্যাম্প পরিচালনা করা হবে। এ সময় উপস্থিত ছিলেন, মোঃ আনসার উদ্দিন, এনামুল বিশ্বাস, সাখায়ত হোসেন, অরবিন্দু বিশ্বাস প্রমূখ।