নিজস্ব প্রতিবেদক : আন্তর্জাতিক সীমান্ত বেনাপোল চেকপোস্টে বিভিন্ন স্টোরের আড়ালে অবৈধ ও নিষিদ্ধ ঔষুধের ব্যবসা করার সময় একটি স্টোর থেকে অবৈধ পথে আসা ভারতীয় ঔষধের একটি চালান জব্দ করেছে পুলিশ।

জানা গেছে, বৃহস্পতিবার (১৭ নভেম্বর) সকালে বেনাপোল চেকপোস্টের একটি স্টোর থেকে এ ঔষুধের চালানটি জব্দ করে বেনাপোল পোর্ট থানা পুলিশ।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি, ভারত থেকে বিপুল পরিমাণ ঔষধের চালান এনে, বেনাপোল চেকপোস্টের একটি স্টোরে জমা করছে এক যুবক। এমন খবরে, চেকপোস্টের ওই স্টোরে অভিযান চালিয়ে সেখান থেকে ১২০০ পাতা ঔষুধ জব্দ করা হয়।

এসময় ওই স্টোরের মালিক বেনাপোল পোর্ট থানার বড়আঁচড়া গ্রামের জীবন কুমার (২৪) নামে এক যুবক ঘটনাস্থল থেকে কৌশলে পালিয়ে যায়।

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন ভূঁইয়া বলেন, এ বিষয়ে আইনী ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।