খুলনা বিভাগ, জেলার খবর, যশোর | তারিখঃ নভেম্বর ১৭, ২০২২ | নিউজ টি পড়া হয়েছেঃ 4906 বার
সাঈদ ইবনে হানিফ ঃ বাংলাদেশ ডাক্তার কল্যাণ সমিতির ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সম্মেলন অনুষ্ঠিত হয়েছে ।
১৬ই নভেম্বর ২০২২ সকাল ১১ টায় বাংলাদেশ গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির কেন্দ্রীয় কমিটির উদ্যোগে ঢাকার (বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদ) মিলনায়তনে সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি গ্রাম ডা: আব্দুস সাত্তার এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবু ইউসুফ খান বাদলের সঞ্চালনায় এই সম্মেলন অনুষ্ঠিত হয় । প্রতিষ্ঠাবার্ষিকীর এই সম্মেলনে দেশের বিভিন্ন জেলা কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এসময় সমিতির বিভিন্ন বিষয়ে নিয়ে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় সহ-সভাপতি গ্রাম ডাক্তার আবু বক্কর সিদ্দিকী, গ্রাম ডাক্তার আব্দুল লতিফ, গ্রাম ডাক্তার জি এম মজুমদার, গ্রাম ডাক্তার এম এ গফুর বিশ্বাস, গ্রাম ডাক্তার জগলুল রহমান লিটন, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান, আলহাজ্ব আলাউদ্দিন সরকার, গ্রাম ডাক্তার আকবর হোসেন, গ্রাম ডাক্তার বি এম জয়নাল আবেদীন ও জেলা উপজেলার নেতৃবৃন্দ। উল্লেখ্য এসময় উপস্থিত নেতৃবৃন্দ হতদরিদ্র মানুষের সেবক গ্রাম ডাক্তারদের নিবন্ধনই দেওয়ার জন্য সরকারের প্রতি অনুরোধ করেন।