সাঈদ ইবনে হানিফ, স্টাফ রিপোর্টারঃ যশোরের বাঘারপাড়ায় প্রাইভেটকার যোগে ছাগল চুরি করে পালানোর সময় জনতার হাতে আটক হয়েছে দুইজন। আটক কৃত ওই দুইজন পরিচয়ে স্বামী-স্ত্রী বলে জানা গেছে ।

স্থানীয় সূত্র জানায়, বুধবার দুপুর দুইটার সময় রায়পুর ইউনিয়নের ভদ্রডাঙ্গা গ্রামস্হ বাঘারপাড়া টু খাজুরা রোডের আঃ মান্নান এর বাড়ির সামনে পাকা রাস্তার উপর থেকে একটি প্রাইভেটকার সহ তাদেরকে স্থানীয় জনতা আটক করে পুলিশে সোপার্দ করে।

আটককৃতরা হলেন, কোতোয়ালি থানাধীন যশোর সিটি কলেজ পাড়ার মোঃ ইনছান মিয়ার ছেলে মোঃ রাসেল (৩১), স্ত্রী মোছাঃ সোনিয়া আক্তার রানি (২৫) এবং তাদের একটি পুত্র সন্তান উসমান গনি (০২) ।

জানা যায়, বুধবার দুপুরে অনুমান দেড়টার সময় উপজেলার মহিরণ গ্রামের আজগার আলীর ছেলে খাইরুল ইসলামের বাড়ির সামনে পাকা রাস্তার পাশে ছাগল বাঁধা ছিলো তখন উল্লেখিত চোর সন্দেহে আটককৃতরা একটি প্রাইভেটকারে করে যাওয়ার সময় সকলের অগোচরে ছাগল চুরি করে পালিয়ে যায়। ছাগলের মালিক খাইরুল ইসলাম চারিদিকে খোঁজখবর নিলে এবং বিভিন্ন জায়গায় তার লোকজনকে জানালে সাধারণ জনগণ বাঘারপাড়া থানাধীন রায়পুর বাজারে ঠেকানোর চেষ্টা করলে গাড়ি না থামাইয়া চলে যায় ।

পরবর্তীতে ভদ্রডাঙ্গা বাজারে ঠেকানোর চেষ্টা করলে একই রকম করে চলে যায়, গাড়িটি ঠেকানোর জন্য খাজুরা বাজার বাঘারপাড়া প্রবেশ রাস্তার উপর কতিপয় ব্যক্তি অপেক্ষা করলে, উল্লেখিত ব্যক্তিগণ গাড়ি ঘুরিয়ে পুনঃ বাঘারপাড়ার দিকে আসতে থাকলে ভদ্রডাঙ্গা গ্রামস্হ আঃ মান্নান এর বাড়ির সামনে গাড়িটি আটক করে মারধর করেন এবং মাইক্রো গাড়িটির কাঁচ ভেঙে ফেলেন।

পরে স্থানীয় রায়পুর ক্যাম্প পুলিশকে অবহিত করলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সাধারণ জনগনের কবল থেকে আটককৃতদের এবং গাড়ির পিছনের ডালার নিচ থেকে ছাগলটি উদ্ধার করে হেফাজতে নেন। আটককৃত গাড়ির নাম্বার ঢাকা মেট্রো-গ ১৩-০০১৬, আটককৃত ব্যক্তিগণ এবং গাড়িটি বাঘারপাড়া থানা পুলিশ হেফাজতে রয়েছে।