জেলার খবর, ঢাকা বিভাগ, ফরিদপুর | তারিখঃ অক্টোবর ২৯, ২০২২ | নিউজ টি পড়া হয়েছেঃ 2456 বার
সনতচক্রবর্ত্তী:ফরিদপুরের বোয়ালমারীতে কমিউনিটি পুলিশিং ডে-২০২২ উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বোয়ালমারী থানা পুলিশের আয়োজনে দিবসটি পালিত হয়েছে। ‘কমিউনিটি পুলিশিং এর মূলমন্ত্র, শান্তি-শৃঙ্খলা সর্বত্র’- এই প্রতিপাদ্যকে সামনে রেখে শনিবার (২৯ অক্টোবর) বেলা ১১টায় থানা চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে থানায় এসে শেষ হয়। পরে থানা চত্বরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বোয়ালমারী থানার অফিসার ইনর্চাজ (ওসি) আব্দুল ওহাবের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোশারেফ হোসাইন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি মো. আসাদুজ্জামান মিন্টু, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. খালেদুর রহমান, শাহ জাফর টেকনিক্যাল কলেজের অধ্যক্ষ মো. লিয়াকত হোসেন লিটন, শেখর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. ইস্রাফিল মোল্যা, চতুল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শরীফ মো. সেলিমুজ্জামান লিটু, ঘোষপুর ইউনিয়নের চেয়ারম্যান ইমরান হোসেন নবাব, সাতৈর ইউনিয়নের চেয়ারম্যান রাফিউল আলম মিন্টু, কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজের প্রভাষক জাহিদুল পল্লব, সাপ্তাহিক মানব দর্পণ সম্পাদক মো. তারিকুল ইসলাম প্রমুখ। এ সময় রাজনৈতিক, ব্যবসায়ী, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।