খুলনা বিভাগ, জেলার খবর, যশোর | তারিখঃ অক্টোবর ১৮, ২০২২ | নিউজ টি পড়া হয়েছেঃ 2280 বার
সাঈদ ইবনে হানিফ, স্টাফ রিপোর্টার : যশোরের বাঘারপাড়া উপজেলার পাইকপাড়া খাল এবং বিল জলেশ্বর মাঠে অভিযান চালিয়েছে উপজেলা মৎস্য বিভাগ। এ অভিযানে প্রায় দুই লক্ষ টাকার চায়না কারেন্ট জাল জব্দকরে সেগুলো বিনষ্ট করেছেন । এসময় সেখান থেকে আরও দুইটি ভেষাল ও নেটপাটা উচ্ছেদ করা হয়েছে । মঙ্গলবার ১৮ অক্টবর বিকেলে এই অভিযান পরিচালনা করেন উপজেলা মৎস্য অফিসার পলাশ বালা। এসময় থানার এএসআই আবু সাঈদসহ মৎস্য বিভাগের কর্মকর্তা ও কর্মচারিরা উপস্থিত ছিলেন বলে জানা গেছে,। প্রাপ্ত সূত্রে জানা যায়,
উপজেলার পাইকপাড়া খালে ও বিল জলেশ্বর মাঠে কারেন্ট জাল দিয়ে অবৈধভাবে মাছ শিকার চলছিল এমন খবর পেয়ে সেখানে অভিযান চালায় উপজেলা মৎস্য বিভাগের একটি টিম। সেখানে অভিযান চালিয়ে ২২টি জাল উদ্ধার করা হয়। যার বাজার মূল্য প্রায় দুই লাখ টাকা। একই সাথে সেখান থেকে দুইটি ভেষাল ও নেটপাটা উচ্ছেদ করা হয়।
উপজেলা মৎস্য অফিসার পলাশ বালা জানিয়েছেন, প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে কারেন্ট জাল দিয়ে ফাঁদ বানিয়ে রেণু ও ডিমওয়ালা মাছ শিকার করায় মৎস্য সংরক্ষণ আইনে অভিযান চালানো হয়েছে। এধরণের অভিযান অব্যাহত থাকবে।