খুলনা বিভাগ, জেলার খবর, যশোর | তারিখঃ অক্টোবর ১৭, ২০২২ | নিউজ টি পড়া হয়েছেঃ 2397 বার
এসএম স্বপন,বেনাপোলঃ যশোরের বেনাপোল সীমান্ত থেকে ইউএসএ এর তৈরি ১ টি নাইন এমএম পিস্তল, ১ টি ম্যাগাজিন ও ৪ রাউন্ড গুলিসহ জহুরুল বিশ্বাস (৩০) নামে এক অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।
সোমবার (১৭ অক্টোবর) ভোর রাতে সীমান্তের পুটখালী কামারবাড়ী মোড় এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটক জহুরুল বেনাপোল পোর্ট থানার পুটখালী পশ্চিমপাড়া গ্রামের মৃতঃ জাহান আলী বিশ্বাসের ছেলে।
খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ তানভীর রহমান, পিএসসি, জানান, অস্ত্র বেচাকেনার গোপন খবরে, পুটখালী বিওপি’র ১ টি চৌকষ টহল দল পুটখালী গ্রামের কামারবাড়ী মোড় এলাকায় অভিযান চালায়। এসময় সন্দেহভাজন ওই বিজিবি সদস্যদের দেখে দৌঁড়ে পালানোর চেষ্টা করে। পরে, বিজিবির টহল দল তাকে ধাওয়া করে আটক করে। এসময় তাকে তল্লাশী করে তার কোমরের লুঙ্গির পিছন হতে ১ টি নাইন এমএম পিস্তল (ইউএসএ), ১টি ম্যাগাজিন ও ৪ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
আটককৃত অস্ত্রের সিজার মূল্য- ১,০১,৮০০/- টাকা। এবং আটকের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে তিনি জানান।