খুলনা বিভাগ, জেলার খবর, সাতক্ষীরা | তারিখঃ অক্টোবর ১৬, ২০২২ | নিউজ টি পড়া হয়েছেঃ 3461 বার
এস এম মহিদার রহমান, সাতক্ষীরা ঃ ভারত পাচারকালে সাতক্ষীরার বিনারীপোতা এলাকা থেকে অর্ধ কোটি টাকা মূল্যের ৪ পিচ স্বর্ণের বারসহ শামিমুল ইসলাম নামের এক চোরাকারবারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদশ(বিজিবি)। রবিবার দুপুর সাতক্ষীরা-খুলনা মহাসড়কের বিনারীপোতা নামক স্থান থেকে তাকে আটক করা হয়।
আটককৃত শামিমুল ইসলাম (৪০) কলারোয়া উপজেলার কেড়াগাছি ইউনিয়নের গ্যাড়াখালি গ্রামের সাজেদুল ইসলামের ছেলে।
বিজিবি জানায়, সাতক্ষীরা সীমান্ত দিয়ে ভারত স্বর্ণের একটি চালান পাচার করা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি সাতক্ষীরা¯ ৩৩ বিজিবি ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর রেজা আহম্মদের নেতৃত্বে বিজিবির একটি চৌকসদল সাতক্ষীরা-খুলনা মহাসড়কের বিনারীপোতা ব্রীজ সংলগ্ন এলাকায় চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করেন। এ সময় সেখান থেকে একটি ডিসকভার মোটর সাইকেলসহ শামিমুল ইসলামকে আটক করা হয়। এরপর তার দেহ তল্লাশি চালিয়ে কোমর বাধা কাপড়ের প্যাকেট থেকে চার পিচ স্বর্ণের বার উদ্ধার করা হয়।
সাতক্ষীরা¯ বিজিবি-৩৩ ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর রেজা আহম্মদ আটক চোরাকারবারী শামিমুলের উদ্ধৃতি দিয়ে জানান, ওই স্বর্ণের বাহক হিসেব ভারতে পাচারের উদ্দেশ্যে সীমান্তে নিয়ে যাছিল।
তিনি আরো জানান, জব্দকৃত স্বর্নের বারর ওজন ৫০৬ গ্রাম। যার আনুমানিক মূল্য ৪৩ লাখ ৫১ হাজার ৬০০ টাকা। এ সময় তার দুই লাখ টাকা মূল্যের ডিসকভার মোটর সাইকেলটি জব্দ করা হয়। জব্দকৃত স্বর্ন সাতক্ষীরা ট্রেজারী অফিসে জমা দেওয়া হয়েছে এবং আটক চোরাকারবারীকে সদর থানায় সোপর্দ করা হয়েছে।
সাতক্ষীরা সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান জানান, এ ঘটনায় বিজিবির হাবিলদার দেলোয়ার হোসেন বাদি হয়ে শামিমুল ইসলামের নাম উল্লেখ করে থানায় একটি মামলা দায়ের করেছেন। তিনি আরো জানান, গ্রেপ্তারকৃত আসামীকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হবে।