খুলনা বিভাগ, জেলার খবর, সাতক্ষীরা | তারিখঃ অক্টোবর ১১, ২০২২ | নিউজ টি পড়া হয়েছেঃ 5408 বার
তৌফিকুজ্জামান লিটু, সাতক্ষীরা : সাতক্ষীরায় আইন-শৃংখলা বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসনের আয়োজনে সোমবার সকালে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে উক্ত মাসিক আইন-শংখলা বিষয়ক সভা অনুষ্ঠিত হয়। সাতক্ষীরার জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবিরের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, জেলা আইন-শৃংখলা বিষয়ক কমিটির উপদেষ্টা সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।
সভায় অন্যান্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) সজীব খান, সিভিল সার্জন ডা. হুসাইন সাফায়াত, সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ¦ আসাদুজ্জামান বাবু, পৌর মেয়র আলহাজ¦ তাজকিন আহমেদ চিশতি, সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর আমানউল্লাহ আল-হাদী, মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর বাসুদেব বসু, জজ কোর্টের পিপি অ্যাড. আব্দুল লতিফ, জেলা শিক্ষা অফিসার অজিত কুমার সরকার, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ড. জামাল উদ্দিন, সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী নিজাম উদ্দিন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা তুজ জোহরা, সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি মমতাজ আহমেদ বাপী, পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার জিয়াউর রহমান প্রমুখ।
জেলা মাসিক আইন-শৃংখলা বিষয়ক কমিটির সভায় সাতক্ষীরা সদর হাসপাতালের সামনে থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ, এডিস মশার বংশ বিস্তার রোধে পদক্ষেপসহ নানা বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়। এসময় জেলা মাসিক আইন-শৃংখলা বিষয়ক কমিটির সংশ্লিষ্ট কর্মকর্তা ও জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।