খুলনা বিভাগ, জেলার খবর, ধর্ম, যশোর | তারিখঃ অক্টোবর ১০, ২০২২ | নিউজ টি পড়া হয়েছেঃ 2213 বার
সাঈদ ইবনে হানিফ : যশোরের বাঘারপাড়া উপজেলার বাসুয়াড়ী ইউনিয়নের ঘোষনগর-বাগডাঙ্গা বাজার ও মসজিদ কমিটির উদ্ব্যোগে ঈদে মিলাদুন্নবি (সাঃ) উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
এদিন মাগরীব নামাজের পরে স্থানীয় বাজার মসজিদে অনুষ্ঠিত এই আলোচনা সভায় সভাপতিত্ব করেন, মসজিদ কমিটির সভাপতি আলহাজ্ব আবদুল মতলেব মোল্যা, অন্যান্যের মধ্যে আলোচনা করেন, সাবেক ইউপি চেয়ারম্যান অধ্যাপক মশিয়ার রহমান, রাধানগর জামে মসজিদের ঈমাম মাওঃ আমিনুর রহমান বুলু, বাগডাঙ্গা উত্তরপাড়া জামে মসজিদের ঈমাম মাওঃ এরশাদ আলি, পূর্বপাড়া জামে মসজিদের ঈমাম মাওঃ শহিদুল ইসলাম বুলবুল, ঘোষনগর জামে মসজিদের ঈমাম মাওঃ সোহরাব হোসেন, অধ্যাপক আশরাব আলি, বাজার কমিটির সভাপতি আকরাম হোসেন, সাবেক ইউপি সদস্য গোলাম মোস্তফা, সাবেক ইউপি সদস্য কওছার আলি মোল্যা, ৬ নং ওয়ার্ডের বর্তমান ইউপি সদস্য আনিছুর রহমান বিপ্লব প্রমূখ। ঈশার নামাজের পর বিশেষ দোয়াও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়। আলোচনা অনুষ্ঠান পরিচালনা করেন, বাজার মসজিদের ঈমাম মাওঃ আব্দুল হালিম। এসময় বক্তারা বিশ্বনবী হযরত মোহাম্মদ (সাঃ) এর জীবন ও আদর্শের উপর গুরুত্বপূর্ন আলোচনা করে বলেন, শুধু মোসলমান নয়, আল্লাহ রাব্বুল আলামিন গোটা মানব জাতীর জন্য হযরত মোহাম্মদ (সাঃ) কে রহমত হিসাবে পাঠিয়েছেন। আর আমরা যারা ইসলামকে স্বীকার করেছি তাদের কে অবশ্যই নবীর প্রতি প্রেম ভালোবাসার পাশাপাশি তার রেখে য়াওয়া নীতি আদর্শকে ব্যাক্তি, পারিবাবিক, সামাজিক ও রাষ্ট্রীয় পর্যায়ে বাস্তবয়ানে অগ্রনী ভূমিকা পালন করতে হবে তবেই রাসুলের প্রতি আমাদের প্রকৃত ভালোবাসা প্রমানিত হবে।