খুলনা বিভাগ, জেলার খবর, যশোর | তারিখঃ অক্টোবর ৮, ২০২২ | নিউজ টি পড়া হয়েছেঃ 1404 বার
আনিছুর রহমান: মণিরামপুরের রুপোসপুর গ্রামে বিদ্যুতের অবৈধ টানা লাইনে জড়িয়ে খলিল নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। ঘটনাটি শনিবার সকাল ১১টার দিকে ঘটেছে। সরে জমিনে জানা যায় উপজেলার হরিহর নগর ইউনিয়নের রুপোসপুর গ্রামের রাইচ মিল মালিক জমশেদ আলীর মোড়লের ছেলে প্রভাবশালী শরিফুল ইসলাম পিঁচের রাস্তা সংলগ্ন অবৈধভাবে তার রাইচ মিল থেকে বিদ্যুতের তার টেনে প্রায় ৭/৮শ ফুট দূরত্বে মাছের ঘেরে নিয়ে গেছে।
গত ৮ অক্টোম্বর সকালে একই গ্রামের ওয়াজেদ সরদারের ছেলে কৃষক খলিল(৪৫) তার বাড়ির পাশে চাষি জমিতে কাজ করতে যায়। এ সময় জমির আইলের পাশে জিয়ালী গাছের ডাল কেটে জমি পরিস্কার করছিল। গাছ দিয়ে টানানো বিদ্যুত লাইনের অবৈধ সংযোগ তারে জড়িয়ে ঘটনাস্থলে খলিলের মৃত্যু হয়েছে। এদিকে র্দঘটনার পর পরই রাইচ মিল মালিক শরিফুল টানা লাইনের সকল তার খুলে ফেলেছে। তবে তার ঘেরে মটর পাম্প ও বিদ্যূত চালিত সকল জিনিস রয়েছে। ঝাঁপা ফাঁড়ি পুলিশ ঘটনা স্থলে এসে প্রাথমিক সুরতহালের কাজ করছে। তবে অবৈধ টানা লাইনে জড়িয়ে মৃত্যুর বিষয়ে রাজগঞ্জ পল্লী বিদ্যুতের এজিএম কমকে সংবাদ দিলেও ঘটনাস্থলে কেহই আসেনি বলে অভিযোগ উঠেছে। এদিকে নিহত খলিলের দুলাভাই দাউদ জানাই ঘটনা ঘটে গেছে যেন লাশটি কাটতে না নেয় সেদিকে সবাই নজর রাখবেন। অপর দিকে রাইচ মিল মালিক শরিফুল জানায় অনেক দিন ধরে লাইনটি চালাচ্ছি কোনদিন বিপদ হয়নি। আজ দূঘটনা ঘটেছে যে কোন ভাবে মিটায়ে ফেলবো।