খুলনা বিভাগ, জেলার খবর, যশোর | তারিখঃ অক্টোবর ৮, ২০২২ | নিউজ টি পড়া হয়েছেঃ 1240 বার
সাঈদ ইবনে হানিফ, বাঘারপাড়া : যশোরের বাঘারপাড়ায় ইডিএফ’ (এগারোখান ডেভেলপমেন্ট ফোরাম) এর ১১তম প্রতিষ্ঠিাবার্ষিকী উপলক্ষে দু’দিনব্যাপি কর্মসূচি পালিত হয়েছে। কর্মসূচির মধ্যে ছিলো, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, মেধাবি শিক্ষার্থীদের সম্মাননা, গুণীজন সংবর্ধণা, আলোচনা সভা ও সাংস্কৃতিক সন্ধ্যা। শুক্রবার সকাল ১১টায় ও অনুষ্ঠানের শেষদিনে বাকড়ী মাধ্যমিক বিদ্যালয়ের ‘সরলা সিংহী’ স্থায়ী মঞ্চে বঙ্গমাতা ফজিলাতুন্নেসা মুজিব স্মরণে মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন, অনুষ্ঠানের প্রধান অতিথি যশোর মেডিকেল কলেজের সাবেক গাইনি বিশেষজ্ঞ অধ্যাপক নিকুঞ্জ বিহারী গোলদার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কৃষি ব্যাংকর সাবেক ডিজি ও ইডিএফ এর সভাপতি ঘনশ্যাম মজুমদার।
অনুষ্ঠানের প্রথম দিন সকালে ইডিএফ কার্যালয়ে এলাকার শিশু-কিশোরদের নিয়ে চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়। এসময় উপস্থিত ছিলেন, খুলনা বিশ্ববিদ্যালয়ের সাবেক সহযোগি অধ্যাপক বিমানেশ বিশ্বাস। এরপর দুপুরে এলাকার প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় থেকে প্রতি ক্লাসের প্রথম ও দ্বিতীয় স্থান অধিকারী শিক্ষার্থীদের মাঝে সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়। একই স্থানে ১১খান অঞ্চলের সমসাময়িক ও সমাজিক প্রেক্ষাপট বিষয়ক আলোচনা সভার আয়োজন করা হয়। ঘনশ্যাম মজুমদারের সভাপতিত্বে আলোচনায় অংশগ্রহণ করেন, গাইনি বিশেষজ্ঞ ডাক্তার সঞ্চিতা অধিকারী মিষ্টি, সঞ্জয় পাঠক, বিধান গোস্বামী ও নিকুঞ্জ বিহারী গোলদার। আলোচনা সভা শেষে সন্ধ্যায় দেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত শিল্পীদের পরিবেশনায় সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়।
অনুষ্ঠানের দ্বিতীয় দিনে সকালে মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করে যশোর অঞ্চলের বিভিন্ন এলাকা থেকে আগত বিভিন্ন ডাক্তারের তত্বাবধানে প্রায় ৬’শতাধিক রোগীর চিকিৎসা সেবা প্রদান করা হয়। মেডিকেল ক্যাম্পের নেতৃত্ব দেন অধ্যাপক নিকুঞ্জ বিহারী গোলদার। এসময় হার্ট, প্রসুতি (গাইনি), নাক কান গলা, দন্ত বিশেষজ্ঞ চিকিৎসকবৃন্দ ও মেডিকেল অফিসার চিকিৎসা সেবা প্রদান করেন। এরপর ‘সরলা সিংহী’ স্থায়ী মঞ্চে সাইন্টিফিক সেমিনারের (সংক্রামক ও অসংক্রামক রোগের উৎস, নিরাময় ও তার প্রতিকার) আয়োজন করা হয়। সেমিনারে অংশগ্রহন করেন, খুলনা সিটি মেডিকেল কলেজের অধ্যক্ষ ও আবু নাসের বিশেষায়িত হাসপাতালের সাবেক পরিচালক ডাক্তার বিধান চন্দ্র গোস্বামী, স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক পরিচালক সঞ্জয় কুমার পাঠক, নড়াইল লোহাগাড়ার শিকদার মেডিকেলের গাইনি কনসালটেন্ট স্বরূপ গোলদার, খুলনা ডায়াবেটিক হাসপাতালের জ্যেষ্ট ডেন্টাল সার্জন আশিষ কুমার বিশ্বাস, খুলনা মেডিকেল কলেজের গাইনি কনসালটেন্ট পূরবী দাস বকসী, নড়াইল সদর হাসপাতালের মেডিকেল অফিসার অলোক কুমার বাগচী, ময়মনসিংহ সিবিএমসিএইচ (নাক কান গলা) কনসালটেন্ট সুবীর গুপ্ত ও ডাক্তার ফালগুনী অধিকারী। এ দিন একই মঞ্চে এলাকার শিক্ষা বিস্তারে যারা নিবেদিত প্রাণ ছিলেন এমন গুণীজনদের সংবর্ধণা প্রদান করা হয়।
উল্লেখ্য, যশোর নড়াইলের সীমান্তবর্তী এলাকার ১১টি গ্রাম (মালিয়াট, বাকলি, গুয়াখোলা, হাতিয়াড়া, বাকড়ী, দোগাছি, ঘোড়ানাছ, কমলাপুর, রঘুরামপুর ও কিসমত বাকড়ী) নিয়ে এগারোখান। শতভাগ সনাতনধর্মী এ এলাকার শিক্ষার্থীদের খেলাধুলা, সাংস্কৃতমনা ও পাঠ্যবইমুখী করতে ২০১১সালে ইডিএফ নামে একটি স্বেচ্ছাসেবামুলক প্রতিষ্ঠান গড়ে তোলেন এলাকার কয়েকজন উদ্যোক্তা। প্রতিবছর স্বল্পায়োজনে প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হলেও গত দু’বছর করোনা মহামারির কারনে অনুষ্ঠান পালন করা সম্ভব হয়নি। দু’দিনের এ অনুষ্ঠান পরিচালনা ও সঞ্চালনায় ছিলেন প্রতিষ্ঠানের সাধারন সম্পাদক বাপ্পা সরকার।