খুলনা বিভাগ, জেলার খবর, ঝিনাইদহ | তারিখঃ সেপ্টেম্বর ২৮, ২০২২ | নিউজ টি পড়া হয়েছেঃ 5742 বার
রবিউল ইসলাম : ঝিনাইদহের মহেশপুর ৫৮ বিজিবির অভিযানে চারটি সোনার বারসহ তাজমুল হোসেন (৩০) নামে এক পাচারকারীকে আটক করেছে। এ সময় চোরাচালানে সহায়তাকারী মোঃ মজিদ মন্ডল পালিয়ে যায়। মঙ্গলবার দুপুরে বিজিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ খবর জানানো হয়। বিজিবি সুত্রে জানা গেছে, সোমবার সন্ধ্যার দিকে মহেশপুর ৫৮ ব্যাটালিয়নের অধিনস্হ গয়েশপুর বিওপির টহল দল চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার গয়েশপুর গ্রামে অভিযান চালায়।
এ সময় স্থানীয় জাকা মোল্লার ইটভাটার কাছ থেকে পাচারের উদ্দেশ্যে অপেক্ষমান চোরাকারবারীদের ধাওয়া করে। চোরাকারবারীরা দৌড়ে পালানোর চেষ্টা করলে বিজিবি চুয়াডাঙ্গার তাজমুল হোসেনকে আটক করে। আটককৃতকে জিজ্ঞাসাবাদ করলে তিনি জানান তার কাছে শুল্ক ফাঁকি দিয়ে আমদানীকৃত সোনার বার রয়েছে, যা ভারতে পাচার করা হচ্ছিল। তাজমুলের দেহ তল্লাসী করে ৪৪৯.৫৩ গ্রাম ওজনের সোনার বার উদ্ধার করে বিজিবি। এ ঘটনায় তাজুমল ও পালিয়ে যাওয়া আব্দুল মজিদের বিরুদ্ধে জীবননগর থানায় মামলা হয়েছে।