খুলনা বিভাগ, জেলার খবর, যশোর | তারিখঃ সেপ্টেম্বর ২৬, ২০২২ | নিউজ টি পড়া হয়েছেঃ 1647 বার
এসএম স্বপনঃ যশোর কোতয়ালী মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে তালিকাভুক্ত অস্ত্রধারী সন্ত্রাসী জনি কালা জনিকে (৪০) দেশীয় তৈরি আগ্নেয়াস্ত্র একটি ওয়ান শুটারগান ও এক রাউন্ড তাজা কার্তুজ সহ
গ্রেফতার করেছে।
সোমবার (২৬ সেপ্টেম্বর) ভোর রাতে তাকে আটক করা হয়।
আটক কালা জনি কোতয়ালী থানার খোলাডাঙ্গা (কালীতলা) এলাকার লুৎফর রহমানের ছেলে।
পুলিশ জানায়, যশোর জেলাকে সন্ত্রাস, মাদক, চাঁদাবাজ, জঙ্গিবাদমুক্ত রাখার লক্ষ্যে জেলা পুলিশ সুপারের দিকনির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার ‘ক’ সার্কেল, যশোরের তত্ত্বাবধানে ওসি কোতয়ালী মডেল থানা ও এসআই সালাউদ্দিন খান এর নেতৃত্বে কোতয়ালী মডেল থানার খোলাডাঙ্গা হতে অভিযান চালিয়ে তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী জনি কালা জনিকে গ্রেফতার করা হয়।
পরে, তার দেওয়া তথ্য মতে কোতয়ালী মডেল থানাধীন মন্ডলগাতি সাকিনস্থ মন্ডলগাতি টু খোলাডাঙ্গা গ্রামের কাঁচা রাস্তা সংলগ্ন মালেক এর ধানী জমির পশ্চিম পাশে চারা খেঁজুর গাছের নিচে ঝোপের মধ্য হতে দেশীয় তৈরি আগ্নেয়াস্ত্র একটি ওয়ান শুটারগান ও এক রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেন এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করার জন্যে অস্ত্র-গুলি নিজের দখলে রেখেছে। আটক আসামির বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান পুলিশ।
উল্লেখ্য যে, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে ইতোপূর্বে মাদক, চাঁদাবাজিসহ ১০টা মামলা বিচারাধীন রয়েছে।