খুলনা বিভাগ, জেলার খবর, যশোর | তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২২ | নিউজ টি পড়া হয়েছেঃ 2715 বার
সাঈদ ইবনে হানিফ ঃ আসন্ন শারদীয় দুর্গাপুজা উপলক্ষে
যশোরের বাঘারপাড়া উপজেলার ৯নং জামদিয়া ইউনিয়নের এগারোখানের বাকড়ী গোচর ফুটবল মাঠে ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে । ২০ সেপ্টেম্বর মঙ্গলবার বিকাল ৪ টা ৩০ মিনিটে পায়রা উড়িয়ে খেলার শুভ উদ্বোধন করেন উপজেলার জামদিয়া ইউনিয়নের চেয়ারম্যান শেখ আরিফুল ইসলাম তিববত।এসময় উদ্বোধনী খেলায় অংশগ্রহণ করেন বাঘারপাড়া উপজেলার জামদিয়া ইউনিয়নের বাকড়ীর থ্রি স্টার স্পোর্টিং ক্লাব বনাম নড়াইল সদর উপজেলার ৬ নং তুলারামপুর ইউনিয়নের বামনহাট ফুটবল একাদশ। নির্দৃষ্ট সময়ে খেলা পরিচালনা করেন, রেফারী মোঃ মোস্তাফিজুর রহমান (হাফীজ)। সহকারী রেফারি হিসাবে ছিলেন মোঃছাইফুল ইসলাম ও মোঃ নাহিদ হাছান ।
বাকড়ী বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক শিক্ষক বাবু অশ্বিনী কুমার দাসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্হিত ছিলেন, জামদিয়া ইউনিয়নের চেয়ারম্যান শেখ আরিফুল ইসলাম তিববত, বিশেষ অতিথি হিসেবে উপস্হিত ছিলেন, উপজেলার স্বনামধন্য শিক্ষা একাডেমি ভিটাবল্যা মাধ্যমাধ্যমিক বিদ্যালয়ের সাবেক সহকারী শিক্ষক বাবু বিধান চন্দ্র রায়, পুজা উজ্জাপন কমিটির সভাপতি বাবু বিপুল কুমার বিশ্বাস, সাবেক মেম্বর বঙ্কিম চন্দ্র ভৌমিক, বর্তমান মেম্বর চিন্ময় কুমার ভৌমিক এছাড়াও বিশেষ আমন্ত্রীত অতিথী হিসেবে উপস্থিত ছিলেন, বাঘারপাড়া উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান বিথীকা রানি বিশ্বাস সহ এলাকার বিশিষ্ট রাজনৈতিক সামাজিক ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন ।
উদ্বোধনী খেলার প্রথমার্ধে থ্রি স্টার স্পোর্টিং ক্লাবের পক্ষে দুই গোল করেন ৯নং জার্সি পরিহিত শাহ আলম। খেলার ধারা বর্ননায় ছিলেন সুলতান মাহমুদ।