খুলনা বিভাগ, জেলার খবর, ঝিনাইদহ | তারিখঃ জুন ১৮, ২০২২ | নিউজ টি পড়া হয়েছেঃ 5024 বার
রবিউল ইসলাম : গ্রাম বাংলায় ঐতিহ্যবাহী খেলা ঘোড়ার দৌড়, গরু গাড়ির দৌড়, দড়ি টানাটানি সহ বিভিন্ন আনন্দ দায়ক খেলার কথা শুনেছি কিন্তু সম্প্রতি ঝিনাইদহের মহেশপুরের পান্তাপাড়া ইউনিয়নের স্যাম বাজারের একটি ব্যতিক্রম ধর্মী পাওয়ার টিলার খেলার প্রতিযোগিতার অনুষ্ঠিত হয়।
শনিবার সকাল থেকে দিনব্যাপী এ-ই পাওয়ার টিলার প্রতিযোগিতার আয়োজন করেন মানিকদিহী যুব সমাজ। ৬০টি টিলার চালক এ-ই খেলায় অংশ গ্রহণ করেন। একটি গ্রুপে পাঁচজনে করে বারোটি গ্রুপে ভাগ করে খেলাটি অনুষ্ঠিত হয় এবং প্রত্যেক গ্রুপের বিজয়ী পরবর্তী রাউন্ডে অংশগ্রহণ করবেন। খেলাটি দেখতে বিভিন্ন অঞ্চল থেকে সাধারণ মানুষ ভিড় করছে মানিকদিহী এ-ই খেলার মাঠে।
আকর্ষণীও খেলাটি আয়োজনকারীদের সাথে কথা বললে জানা যায়, গ্রাম বাংলায় অনেক রকম খেলাধুলা আছে যা মানুষের বিনোদন দিয়ে থাকে, আমরা চেয়েছিলাম ব্যতিক্রম কিছু করতে যেটা সবাকে আনন্দ দিতে পারে।তাই আমরা এ-ই পাওয়ার টিলার প্রতিযোগিতার আয়োজন করেছেন বলে জানান।