খুলনা বিভাগ, জেলার খবর, যশোর | তারিখঃ মে ৩০, ২০২২ | নিউজ টি পড়া হয়েছেঃ 4437 বার
আব্দুল্লাহ আল-মামুন, স্টাফ রিপোর্টার : শার্শা সদর ইউনিয়ন পরিষদের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে ২০২২- ২৩ অর্থবছরের উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে।
সোমবার দুপুরে শার্শা সদর ইউনিয়ন পরিষদের সভাকক্ষে এলাকার মান্যগণ্য ব্যক্তিদের উপস্থিতিতে এ বাজেট ঘোষণা করেন ইউপি সচিব মহিবুবর রহমান মাহবুব।
এর আগে বাজেট উপলক্ষে ইউপি চেয়ারম্যান কবির উদ্দিন আহমেদ তোতার সভাপতিত্বে আলোচনা সভায় বক্তারা বলেন, এর আগে ইউনিয়ন পরিষদের বাজেট ঘোষণায় স্থানীয়রা জানতো না, সবার অংশগ্রহণে উন্মুক্ত এ বাজেট ঘোষণা করা হয়েছে। এ বাজেট স্বচ্ছ ও দুর্নীতিমুক্ত ইউনিয়ন পরিষদ গঠনে ভূমিকা রাখবে।
এতে উপস্থিত ছিলেন ইউনিয়নের রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক, সাংস্কৃতিক ব্যক্তিসহ এলাকার সুধীজন।
বার্ষিক ২০২২-২৩ অর্থ বছরের উন্মুক্ত বাজেটে রাজস্ব ও উন্নয়ন সম্ভাব্য আয় ৪ কোটি ২১ লক্ষ ৯৭ হাজার ৪০০টাকা এবং ব্যয় ৪ কোটি ২০লক্ষ হাজার ৮৩ হাজার ৬শত ২৫ টাকা উদ্বৃত্ত ১ লক্ষ ১৩ হাজার ৭ শত ৭৫ টাকা ধরে গ্রামীণ অবকাঠামো উন্নয়নের জন্য বাজেট ঘোষণা করা হয়।