খুলনা বিভাগ, জেলার খবর, যশোর | তারিখঃ মে ১৬, ২০২২ | নিউজ টি পড়া হয়েছেঃ 2299 বার
যশোর অফিস: যশোরে ফেনসিডিল মাদক মামলায় তিন মাদক কারবারীকে ভিন্ন ধারায় ১২ বছর কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছে আদালত। একই দিন আরও ১৫ মামলায় ১৬ জনকে সাজার রায় ঘোষণা করা হয়েছে। এর মধ্যে দুই মামলায় দুইজনকে প্রবেশনে মুক্তি দেয়া হয়েছে। বাকী ১১ মামলায় ১৫ জনকে সাজা, অপর ২ মামলায় দুইজনে খালাস দেয়া হয়েছে। সোমবার যুগ্ম দায়রা জজ শিমুল কুমার বিশ^াস আলাদা রায়ে এ সাজা দিয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট আদালতের এপিপি ভীমসেন দাস। সাজাপ্রাপ্তরা পলাতক রয়েছেন।
মামলার অভিযোগে জানা গেছে, ২০০৮ সালের ৭ জুন বেনাপোল পোর্ট থানা পুলিশ রাতে কলেজ পাড়ায় অভিযান চালায়। এ সময় পুলিশ ৯০ বোতল ফেনসিডিলসহ তিনজনকে আটক করে। আটককৃরা হলো, বেনাপোল ভবের বেড় গ্রামের মৃত সাইফুদ্দন খলিফার ছেলে আব্দুল হালিম, পুটখালী গ্রামের বরকত মন্ডলের ছেলে রমজান ও কলেজ পাড়ার হোসেন গাজির ছেলে কওসার আলী। এ ব্যাপারে এসআই ওমর শরীফ বাদী হয়ে আটক তিনজনের বিরুদ্ধে চোরাচালন দমন আইনে পোর্ট থানায় মামলা করেন। এ মামলা সাক্ষ্য গ্রহণ শেষে আসামি হালিম ও কওসারের প্রত্যেককে ৫ বছর করে সশ্রম কারাদণ্ড, ৫ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরও ৩ মাস করে সশ্রম কারাদণ্ড এবং অপর আসামি রহমানকে ২ বছর সশ্রম কারাদণ্ড, ১ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ১ মাসের সশ্রম কারাদণ্ডের আদেশ দেয়া হয়। সাজাপ্রাপ্ত তিনজনই পলাতক আছে।
এছাড়া একই দিন আদালত আরও ১৫ মামলার রায় দিয়েছে। এর মধ্যে ২ মামলায় ২ জনকে সাজা দিয়ে প্রবেশনে মুক্তি দেয়া হয়েছে। বাকি ১১ মামলায় ১৫ আসামিকে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করা হয়। সাজাপ্রাপ্ত সকলেই পলাতক রয়েছে। অপর ২ মামলায় অভিযোগ প্রমাণিত না হওয়ায় ২ আসামিকে খালাস দিয়েছেন বিচারক।